মসজিদের বারান্দায় লাইকি ভিডিও করে তরুণ গ্রেপ্তার

মসজিদের বারান্দায় নাচের ভিডিওর শুটিং করে গ্রেপ্তার হয়েছেন কুমিল্লার এক তরুণ।

জুলাই মাসের ২১ তারিখে দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় হিন্দি গানের সঙ্গে দুই তরুণ-তরুণীর নাচের ভিডিও করা হয়।

লাইকি নামে একটি এ্যাপ ব্যবহার করে তৈরি ওই ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর ব্যাপক সমালোচনা হয় ওই এলাকায়। পরে পুলিশ অভিযান চালিয়ে রবিবার লাইকি ভিডিওকারী যুবককে গ্রেপ্তার করে।

বিবিসি বাংলায় সম্পর্কিত খবর:

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বিবিসি বাংলাকে বলেন, দাউদকান্দিকে একটি মসজিদের বারান্দায় লাইকি ভিডিও করার কারণে সেখানে ক্ষোভের তৈরি হয়। এই ঘটনায় দেবীদ্বারের নিজ বাড়ি থেকে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই ভিডিওতে অংশ নেয়া তরুণীকে খোঁজা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

এই ঘটনায় ওই মসজিদের একজন কর্মকর্তা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

সেখানে মসজিদে নাচগানের ভিডিও করে এবং সামাজিক মাধ্যমে আপলোড করে মুসলমানদের অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ আনা হয়েছে।

বিবিসি বাংলার অন্যান্য খবর: