কোভিড: বাংলাদেশে ৩১শে জুলাই পর্যন্ত স্কুল-কলেজ-মাদ্রাসার ছুটি বাড়ানো হলো

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসায় ছুটির মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটির মেয়াদ ৩০শে জুন শেষ হবার কথা ছিল। এখন এ ছুটির মেয়াদ এক মাস বাড়িয়ে ৩১শে জুলাই পর্যন্ত করা হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসার চলমান ছুটি আগামী ৩১শে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সারাদেশে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হবার পর ২০২০ সালে ১৭ই মার্চ থেকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।
আরো পড়তে পারেন:

ছবির উৎস, ফেরদৌসি রেজা চৌধুরী
এরপর দফায় দফায় এ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।
তবে অনেক প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস করানো হচ্ছে।
এর আগে কয়েক দফায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ইঙ্গিত দেয়া হয়েছিল।
কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসে সরকার।
এ মাসেই শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, দেশে সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন করোনাভাইরাস নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ২৪ শতাংশ।








