কোভিড: বাংলাদেশে একদিনে সবচেয়ে বেশি করোনা ভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে অক্সিজেন দেয়া হচ্ছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে অক্সিজেন দেয়া হচ্ছে।

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে যে এই সময়ে ৮,৩৬৪ জন কোভিড রোগী নতুন করে শনাক্ত হয়েছে।

একদিনে এর চেয়ে বেশি রোগী বাংলাদেশে আর কখনও শনাক্ত করা হয়নি।

এর আগে চলতি বছরের ৭ই এপ্রিল সাড়ে সাত হাজারের মতো রোগী শনাক্ত হয়েছিল, যেটা ছিল বাংলাদেশে একদিনে সবচেয়ে বেশি।

গতকাল মৃত্যুর সংখ্যায় রেকর্ডের পর আজই শনাক্তের সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেল। গতকাল ১১৯ জন মারা যান কোভিডে আক্রান্ত হয়ে।

অন্যদিকে, করোনাভাইরাসে মৃতের সংখ্যা আজও একশো ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল ১০৪ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৬৮ জন, আর নারী ৩৬ জন।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

এ নিয়ে সরকারি হিসেব অনুযায়ী কোভিডে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৪ হাজার ২৭৬ জন।

গত এক সপ্তাহের কোভিড রোগী শনাক্তের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় যে এ সময় আড়াই হাজার থেকে পাঁচ হাজার দুইশত পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে।

আজকের স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তি থেকে দেখা যাচ্ছে যে নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২৩.৮৬ শতাংশ।

এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। ফলে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন।