করোনা ভাইরাস: বাংলাদেশে আরও ৭৭ জনের মৃত্যু, মডার্নার ২৫ লাখ ডোজ টিকা দেয়ার কথা জানালো যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস নমুনা সংগ্রহ

ছবির উৎস, Getty Images

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু, নতুন শনাক্ত ও নমুনা পরীক্ষা আগের দিনের চেয়ে কমেছে।

এ সময় মৃত্যু হয়েছে ৭৭ জনের। আর ১,৯২,৬২ জনের নমুনা পরীক্ষা নতুন রোগী শনাক্ত হয়েছে ৪,৩৩৪ জন।

এর আগের দিনই এ যাবতকালের একদিনের দ্বিতীয় সর্বোচ্চ ১০৮ জনের মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ। আর সবচেয়ে বেশি ১১২ জনের মৃত্যুর খবর এসেছিলো ১৯শে এপ্রিল।

বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১০ হাজার ৫৩ জনের মৃত্যু হলো আর মোট শনাক্তের সংখ্যা ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে সুস্থ হয়েছেন ৬,২৯৫ জন আর মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ জন।

প্রতি ১০০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২২.৫০ শতাংশ।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

স্বাস্থ্য বিভাগের আজকের তথ্য

ছবির উৎস, Bangladesh Health Directorate

ছবির ক্যাপশান, স্বাস্থ্য বিভাগের আজকের তথ্য

বাংলাদেশে বেশ কিছুদিন যাবত করোনাভাইরাসে মৃত্যু এবং শনাক্তের সংখ্যা বেড়ে চলছে।

গত বছরের মার্চের আট তারিখে দেশটিতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে কাউকে শনাক্ত করার তথ্য দিয়েছিল স্বাস্থ্য বিভাগ।

এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশ'র ঘরে নেমে এসেছিল।

তবে এ বছর মার্চের শুরু থেকেই শনাক্তের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যাও।

মডার্নার ২৫ লাখ ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র

এদিকে যুক্তরাষ্ট্র শনিবার জানিয়েছে যে কোভ্যাক্সের আওতায় তারা বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা দিবে।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের টিকা সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ।

কারণ বাংলাদেশ ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা কেনার জন্য চুক্তি সম্পাদন করলেও সিরাম এ পর্যন্ত মাত্র ৭০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে সরবরাহ করেছে।

ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে সিরাম আর কোন টিকা না দেয়ায় গভীর সংকটে পড়ে বাংলাদেশ।

এরপর চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ নানা সূত্র থেকে টিকা সংগ্রহের চেষ্টা চালায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর মধ্যে চীন থেকে উপহারের ছয় লাখ ডোজ টিকা এসেছে।

আর এবার টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের মাধ্যমে ২৫ লাখ টিকা দেয়ার কথা জানালো যুক্তরাষ্ট্র।

Banner image reading 'more about coronavirus'
Banner