কোভিড: ভারতীয় ডেল্টা ভ্যারিয়্যান্টের দ্রুত বিস্তার ঠেকাতে ১৪ দিন সম্পূর্ণ 'শাট-ডাউন'-এর সুপারিশ করছে জাতীয় কমিটি

বাংলাদেশে করোনা সংক্রমণের হার গত ক'দিনে দ্রুত বেড়েছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশে করোনা সংক্রমণের হার গত ক'দিনে দ্রুত বেড়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়্যান্ট সংক্রমণের প্রকোপ বেড়ে যাওয়ার মুখে কোভিড সংক্রান্ত সর্বোচ্চ জাতীয় কমিটি সারা দেশে অন্তত ১৪ দিন সম্পূর্ণ 'শাট-ডাউন' বা সবকিছু বন্ধ রাখার সুপারিশ করছে। জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন বলে কমিটি মনে করছে।

বুধবার রাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এক বৈঠক থেকে এই সুপারিশ করা হয়। কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, কোভিডের ডেল্টা জীবাণুর সংক্রমণ ক্ষমতা তুলনামূলক ভাবে অনেক বেশি।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে সারা দেশেই উচ্চ সংক্রমণ এবং ৫০টিরও বেশি জেলায় এর 'অতি উচ্চ সংক্রমণ' লক্ষ্য করা গেছে। ফলে এই মহামারি প্রতিরোধের জন্য খণ্ড খণ্ড ভাবে এতদিন যেসব কর্মসূচি নেয়া হয়েছে তার উপযোগিতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে জাতীয় কারিগরি পরামর্শক মন্তব্য করেছে।

আরো পড়তে পারেন:

যাতায়াত সীমিত রাখতে ঢাকায় পুলিশি ব্যবস্থা।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, যাতায়াত সীমিত রাখতে ঢাকায় পুলিশি ব্যবস্থা।

তারা বলছে, অন্যান্য দেশ - বিশেষত প্রতিবেশী ভারতের অভিজ্ঞতা কঠোর ব্যবস্থা ছাড়া এর বিস্তৃতি প্রতিরোধ করা সম্ভব নয়।

ভারতের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞের সঙ্গেও তাদের আলোচনা হয়েছে বলে কমিটি জানিয়েছে। ভারতীয় বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, যে সব জায়গায় পূর্ণ 'শাট-ডাউন' প্রয়োগ করা হয়েছে সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণ হয়েছে।

সর্বাত্মক বন্ধের ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে দেশের প্রস্তুতি যতই থাকুক না কেন স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে বলে এই বৈজ্ঞানিক কমিটি বলছে।

Banner image reading 'more about coronavirus'
Banner