করোনাভাইরাস: আবারো শতাধিক মৃত্যু, বাংলাদেশে মৃত্যুর সংখ্যা ১১ হাজার ছাড়াল

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে চারদিন পর আবারো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা একশো পার হয়েছে।
সেই সঙ্গে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।
রোববার বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট ১১,০৫৩ জনের মৃত্যু হলো।
এ সপ্তাহের শুরুতেই বাংলাদেশে প্রতিদিন একশোজনের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। টানা চারদিন মৃত্যুর হার শতাধিক ঘরের ওপরে থাকার পর নীচে নেমে আসে।
তবে শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে।
আরও পড়ুন:

ছবির উৎস, Bangladesh Health Department
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ২,৯২২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট শনাক্ত হলেন ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জন।
২১ হাজার ৯২২ টি নমুনা পরীক্ষা করে শনাক্তের এসব তথ্য জানা গেছে।
কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত কয়েকদিনের মৃত্যুর পরিসংখ্যান:
- শনিবার ৮৩ জন
- শুক্রবার ৮৮ জন
- বৃহস্পতিবার ৯৮ জন
- বুধবার ৯৫ জন
- মঙ্গলবার ৯১ জন
- সোমবার ১১২ জন
- রোববার ১০১ জন
- শনিবার ১০২ জন
- শুক্রবার ১০১ জন

ছবির উৎস, Getty Images
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪,৩০১ জন আর বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরেরর তথ্য অনুযায়ী, বর্তমানে নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ১৩.৩৩ শতাংশ।
বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।
এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশোর ঘরে নেমে এসেছিল।
বিবিসি বাংলার অন্যান্য খবর:
তবে এবছর মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়।








