আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পুরনো ঢাকার আরমানিটোলায় আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪জন, আহত আরো ১৮জন
রাজধানীর পুরনো ঢাকায় আরমানিটোলায় ছয়তলা একটি ভবনে আগুনের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪জন হয়েছে।
আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত ১৮ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান ঘটনাস্থল থেকে বিবিসিকে বলেন, নিহতের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। নারী ঐ ভবনের বাসিন্দা এবং পুরুষটি ভবনের নিরাপত্তা কর্মী ছিলেন।
বাকি দুইজনের মরদেহ দুপুরে উদ্ধারকাজের সময় পাওয়া গেছে।
ভবনটির নিচতলায় রাসায়নিকের গুদাম রয়েছে। হাজী মুসা ম্যানসন নামে ঐ ভবনের নিচতলা থেকে শুক্রবার ভোর রাত সাড়ে তিনটা দিকে আগুনের সূত্রপাত হয়, জানিয়েছেন মি. রহমান।
সকাল আটটার দিকে ফায়ার সার্ভিস বিবিসিকে জানিয়েছে, আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় গণমাধ্যমে সরাসরি দেখানো হচ্ছে, সেখানে প্রচণ্ড ধোঁয়া। ফায়ার সার্ভিসের হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে তিনতলা এবং চারতলা থেকে গ্রিল কেটে তাদেরেকে নামানো হচ্ছে।
আরো পড়ুন:
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মি. রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে কাজ শুরু করে।
ভোর ছয়টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হয়।
ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের বলেন, আগুন আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। নিচতলায় রাসায়নিকের গুদাম রয়েছে।
তাই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে।
দেবাশীষ বর্ধন বলেন, "যে কেমিক্যাল রয়েছে সেগুলো হ্যাজারডিয়াস কেমিক্যাল। এগুলো কিলিং এজেন্ট। আবাসিক ভবনের নিচে এই ধরণের কেমিক্যাল থাকা একেবারেই উচিত না"।