বাস র‍্যাপিড ট্রানজিট: বিমানবন্দরের সামনে ভেঙে পড়লো উড়ালসেতুর গার্ডার, চার জন আহত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত যানজট নিরসনে গৃহীত বিআরটি প্রকল্পের কাজ ২০২২ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

ছবির উৎস, dhakabrt.com

ছবির ক্যাপশান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত যানজট নিরসনে গৃহীত বিআরটি প্রকল্পের কাজ ২০২২ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অংশ হিসেবে বিমানবন্দর সংলগ্ন এলাকায় নির্মীয়মান উড়ালসেতুর একটি বিরাটাকায় গার্ডার ভেঙ্গে পড়ে অন্ততঃ চারজন আহত হয়েছে।

আহতদের মধ্যে দুজন চীনের নাগরিক যারা ওই প্রকল্পে কাজ করছে।

গার্ডার হলো স্টিলের তৈরি ফ্রেম বা মোল্ড যার মধ্যে কংক্রিট ঢালাই করে উড়ালসেতুর মূল কাঠামো তৈরি করা হয়।

বিমানবন্দর থানার ওসি বি এম ফরমান আলী বিবিসি বাংলাকে বলেন, 'সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

দমকল বিভাগ থেকে জানানো হয়েছে, আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দমকলের কর্মীরা জানিয়েছেন, ক্রেনের মাধ্যমে গার্ডারটি তুলে উড়াল সড়কে স্থাপনের কাজ চলছিল। সেই সময় সেটি ছুটে পড়ে যায়।

তবে গার্ডারটি রাস্তার ওপরে না পড়ে মূল কাঠামোর ওপরেই ঝুলে থাকতে দেখা যায়।

আরও পড়ুন:

ঢাকার যানজট নিরসনে বেশ কয়েকটি বড় প্রকল্প নির্মাণের কাজ চলছে।

ছবির উৎস, www.pppo.gov.bd

ছবির ক্যাপশান, ঢাকার যানজট নিরসনে বেশ কয়েকটি বড় প্রকল্প নির্মাণের কাজ চলছে।

বাস র‍্যাপিড ট্রানজিট প্রকল্পে একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, সেখানে তাদের সবধরণের সতর্কতাই নেয়া ছিল। বড় ধরণের প্রকল্পে এরকম দুর্ঘটনা ঘটেই পারে। তবে কেন এই দুর্ঘটনা ঘটলো,তা তদন্ত করার পরে জানা যাবে।

কিন্তু কেন গার্ডারটি পড়ে গেছে, তা নিয়ে তাৎক্ষনিকভাবে কর্মকর্তারা কিছু জানাতে পারেননি। কারিগরি ক্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করেন।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, বিকট একটি শব্দ শুনতে পেয়ে তারা এসে কয়েকজন মানুষকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আহতদের উদ্ধার করে তারা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত যানজট নিরসনে গৃহীত বিআরটি প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১২ সালে।

এখন পর্যন্ত এ প্রকল্পে মোট ব্যয়ের লক্ষ্যমাত্রা ৪ হাজার ২৬৮ কোটি ৩২ লাখ টাকা। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২২ সালের জুনে।

বিবিসি বাংলার অন্যান্য খবর: