প্রায় এক বছর পরে আবার খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল

ছবির উৎস, Getty Images
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার সুবিধার জন্য প্রায় এক বছর পরে ১৩ই মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়া হচ্ছে।
তবে অনার্স চতুর্থ বর্ষের এবং মাস্টার্সের পরীক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী।
রবিবার বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রক্টর গোলাম রব্বানী বিবিসি বাংলাকে বলেন, ''১৩ই মার্চ শনিবার থেকে অগ্রাধিকার ভিত্তিতে অনার্স ফাইনাল ইয়ার এবং মাস্টার্স পরীক্ষার্থীদের পরীক্ষা দেয়ার প্রয়োজনে হল খোলার একটি সিদ্ধান্ত হয়েছে।''
''আর মার্চের শেষ সপ্তাহ থেকে পরীক্ষা শুরু করার জন্য সবাইকে সিদ্ধান্ত দেয়া হয়েছে।''
তিনি জানান, আগামী সাতই এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস করোনা-পূর্ব সময়ের মতো পূর্ণ দিবস খুলে যাবে।
হল খোলার পর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে শ্রেণীকক্ষে পাঠদানের সময় ও তারিখ নির্ধারণ করা হবে।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের ১৬ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে কয়েক দফায় সেই সময় বাড়ানো হয়।
ছাব্বিশে ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেয়া হবে, কিন্তু হল খোলা হবে না - একাডেমিক কাউন্সিলের এমন সিদ্ধান্তের দুদিন পর বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বিবিসিকে বললেন, শিক্ষার্থীদের সাথে কথা বলে, পরিস্থিতি বুঝে দেয়া হবে পরীক্ষার তারিখ।
এই পরীক্ষা যদি অনুষ্ঠিত হয়, তাহলে এটা হবে করোনাভাইরাস মহামারির পর মূলধারার কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম সশরিরে পরীক্ষা গ্রহণ।








