আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনা ভাইরাস: বাংলাদেশে স্কুল-কলেজের ছুটি বাড়লো ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত, আগামীকাল এইচএসসির রেজাল্ট
করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
এদিকে সব শিক্ষা প্রতিষ্ঠান ১৪ই ফেব্রুয়ারি বন্ধ থাকলেও, কওমী মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল।
এর আগে ৪ঠা ফেব্রুয়ারির আগেই স্কুল খোলার প্রস্তুতি শেষ করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠানো হয়েছিল ।
তখন প্রাথমিকভাবে চতুর্থ, পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে বলে সিদ্ধান্ত হয় শিক্ষা মন্ত্রণালয়ে।
কিন্তু সরকার বলছে ১৪ই ফেব্রুয়ারির আগে কোন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না।
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরের ১৭ই মার্চ থেকে স্কুল, কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার, যা আজ অবধি চালু হয়নি।
এরই মধ্যে বাতিল হয়েছে পিএসসি, জেএসসি, এইচএসসি এবং সব শ্রেণীর বার্ষিক পরীক্ষা।