করোনা ভাইরাস: বাংলাদেশে শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়ালো

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ২,১৫২ জন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ২,১৫২ জন।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,৭০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪০ জন।

এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৫০ হাজার ৬২১ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশটিতে মারা যাওয়া মানুষের সংখ্যা ৪,৯৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ২,১৫২ জন।

এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৩২৩ জনের।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ১৩ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৭ জন আর বাড়ীতে ২ জন, এবং এক জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মৃতদের মধ্যে অর্ধেকেরই বয়স ছিল ৬০ বছরের বেশি।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১৩ দশমিক ০৬ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৯ দশমিক ১১ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে ৩ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৩৩ জন। বিশ্বে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৬০ হাজার ৮২৬ জনের।

সবচেয়ে বেশি রোগী শনাক্ত এবং মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

Banner image reading 'more about coronavirus'
Banner