আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পশুপাখিদের মজাদার মুহূর্তের ছবি তোলার প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে ওঠা ছবিগুলো
বনের পশুপাখিদের মজাদার ও হাস্যকর ছবির প্রতিযোগিতায় যাদের ছবি এবছর ফাইনালের তালিকায় স্থান পেয়েছে তাদের নাম ঘোষণা করা হয়েছে। দেখুন কীভাবে প্রতিটা ছবিতেই পশুপাখির মধ্যে মানুষের মতো আবেগ ও অনুভূতি আলোকচিত্রীরা স্পষ্টভাবে ধরতে পেরেছেন।
হাসিমুখে মাছ, দূর থেকে হাত নাড়া ভালুক, খুবই গোমড়ামুখো কচ্ছপ, সাথে আবার অসভ্য ইঙ্গিত- এ বছরের প্রতিযোগিতায় ফাইনাল প্রতিযোগীদের তালিকায় স্থান পেয়েছে ক্যামেরাবন্দি এধরণের পশুপাখির মজার মুহূর্তের দারুণ কিছু ছবি।
প্রতিযোগিতার নাম কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড। এটি চালু করেছিলেন দুজন পেশাদার আলোকচিত্রী - পল জয়েনসন-হিক্স এবং টম সুলাম। দুজনেই বন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে খুবই উৎসাহী।
তাদের উদ্দেশ্য ছিল কিছু মজার ছবি তুলে ধরা - যা দেখে মানুষ আনন্দ পাবে, হাসবে। এছাড়াও বনের প্রাণীদের মধ্যেও যে মানুষের মত অনুভূতি আছে আর তাই তাদের যে বাঁচিয়ে রাখা দরকার, সেই বার্তাটাও সামনে আনা।
বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ২২শে অক্টোবর এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে।
তার আগে ফাইনালে ওঠা বাছাই কিছু ছবি নিশ্চয়ই আপনার জন্যও হাসির খোরাক জোগাবে।