পশুপাখিদের মজাদার মুহূর্তের ছবি তোলার প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে ওঠা ছবিগুলো

বনের পশুপাখিদের মজাদার ও হাস্যকর ছবির প্রতিযোগিতায় যাদের ছবি এবছর ফাইনালের তালিকায় স্থান পেয়েছে তাদের নাম ঘোষণা করা হয়েছে। দেখুন কীভাবে প্রতিটা ছবিতেই পশুপাখির মধ্যে মানুষের মতো আবেগ ও অনুভূতি আলোকচিত্রীরা স্পষ্টভাবে ধরতে পেরেছেন।

দেখে মনে হচ্ছে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়েছে মাছটি

ছবির উৎস, Arthur Telle Thiemann

ছবির ক্যাপশান, ''হাসো দেখি'' - ক্যামেরার দিকে তাকিয়েই কি মাছের মুখে এই হাসি? ছবি তুলেছেন ক্যানারি দ্বীপপুঞ্জের আর্থার টেলি থিয়েম্যান

হাসিমুখে মাছ, দূর থেকে হাত নাড়া ভালুক, খুবই গোমড়ামুখো কচ্ছপ, সাথে আবার অসভ্য ইঙ্গিত- এ বছরের প্রতিযোগিতায় ফাইনাল প্রতিযোগীদের তালিকায় স্থান পেয়েছে ক্যামেরাবন্দি এধরণের পশুপাখির মজার মুহূর্তের দারুণ কিছু ছবি।

প্রতিযোগিতার নাম কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড। এটি চালু করেছিলেন দুজন পেশাদার আলোকচিত্রী - পল জয়েনসন-হিক্স এবং টম সুলাম। দুজনেই বন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে খুবই উৎসাহী।

তাদের উদ্দেশ্য ছিল কিছু মজার ছবি তুলে ধরা - যা দেখে মানুষ আনন্দ পাবে, হাসবে। এছাড়াও বনের প্রাণীদের মধ্যেও যে মানুষের মত অনুভূতি আছে আর তাই তাদের যে বাঁচিয়ে রাখা দরকার, সেই বার্তাটাও সামনে আনা।

বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ২২শে অক্টোবর এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে।

তার আগে ফাইনালে ওঠা বাছাই কিছু ছবি নিশ্চয়ই আপনার জন্যও হাসির খোরাক জোগাবে।

এক জিরাফের ছবি তোলার সময় ফ্রেমে মাথা গলিয়েছে আরেক জিরাফ

ছবির উৎস, Brigitte Alcalay Marcon

ছবির ক্যাপশান, আমিও ছবিতে থাকব- জোর করে ছবির ফ্রেমে অনধিকার মাথা গলালো জিরাফ - আফ্রিকার নামিবিয়ায় এতোশা ন্যাশানাল পার্কে ছবিটি তুলেছেন ব্রিজিত অ্যালক্যালে মার্কন
1px transparent line
থাবা তুলে ক্যামেরার সামনে একটি ভালুক

ছবির উৎস, Eric Fisher

ছবির ক্যাপশান, ''হাই'' - ক্যামেরার সামনে থাবা তুলে সবাইকে অভিবাদন জানাচ্ছে আলাস্কার বাদামী ভালুক - ছবি তুলেছেন এরিক ফিশার
1px transparent line
ডানা ঝঁকাচ্ছে সামুদ্রিক পাখি

ছবির উৎস, Daniele D'Ermo

ছবির ক্যাপশান, গাংচিল প্রজাতির সামুদ্রিক পাখি তার ডানা সুরে বেঁধে নিচ্ছে- ছবি তুলেছেন ফ্লোরিডার ড্যানিয়েল ডি আরমো
1px transparent line
ক্যামেরার দিকে চেয়ে কচ্ছপ যেন কিছু ইঙ্গিত করছে

ছবির উৎস, Mark Fitzpatrick

ছবির ক্যাপশান, টেরি নামের কচ্ছপের গোমড়ামুখে আঙুল তুলে অশোভন ইঙ্গিত? - ছবি তুলেছেন অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডের লেডি এলিয়ট দ্বীপে মার্ক ফিৎজপ্যাট্রিক
1px transparent line
এক টিয়া পা তুলে অন্য টিয়াকে যেন কিছু বলছে

ছবির উৎস, Petr Sochman

ছবির ক্যাপশান, এই সামাজিক দূরত্ব বজায় রাখো - শ্রীলংকার কাউদুল্লা জাতীয় উদ্যানে দুই টিয়াপাখির ছবিটি তুলেছেন পেট্র সচম্যান
1px transparent line
একটি গরিলার মুখে বোরড হওয়ার অনুভূতি

ছবির উৎস, Marcus Westberg

ছবির ক্যাপশান, বোরড- আমার কোন আগ্রহ নেই - উগান্ডার এমগাহিঙ্গা গরিলা ন্যাশনাল পার্কে পাহাড়ি গরিলার ছবিটি তুলেছেন মার্কাস ওয়েস্টবার্গ
1px transparent line
দু্ই ভালুক- একজন খেলছে, অন্যজন গম্ভীর

ছবির উৎস, Yarin Klein

ছবির ক্যাপশান, এরকম বন্ধু আমাদেরও আছে- আমি যখন গম্ভীর, হাসছি না - আরেকজন তখন হেসে কুটিপাটি - রাশিয়ার কামচাটকার কুরিল লেকে দুই ভালুকের এই মুহূর্তের ছবিটি তুলেছেন ইয়ারিন ক্লেইন
1px transparent line
শেয়াল আর ইঁদুর

ছবির উৎস, Ayala Fishaimer

ছবির ক্যাপশান, কঠিন বোঝাপড়া - ইসরায়েলে এক শেয়াল আর এক ইঁদুরের এই ছবির আলোকচিত্রী আয়ালা ফিশআইমার
1px transparent line
সমুদ্র সৈকতে একদল পেঙ্গুইন -একজন বমি করছে

ছবির উৎস, Christina Holfelder

ছবির ক্যাপশান, 'আমার বমি পেয়েছে'- ফকল্যান্ডস আইল্যান্ডে সমুদ্র সৈকতে একদল জেন্টো পেঙ্গুইনের ছবি ক্রিস্টিনা হলফেলডারের ক্যামেরায়
1px transparent line
পশ্চাদদেশ চুলকাতে ব্যস্ত বেবুন

ছবির উৎস, Martin Grace

ছবির ক্যাপশান, সমাজে কে কী ভাবল তাতে বয়ে গেল - বৎসোয়ানার চোবে নদীর ধারে এক চাকমা বেবুন তার পশ্চাদ্দেশ চুলকাচ্ছে। ছবিটি তার ক্যামেরায় ধরেছেন মার্টিন গ্রেস
1px transparent line
চারটে বেজি - অবাক চোখে তাকিয়ে

ছবির উৎস, Asaf Sereth

ছবির ক্যাপশান, অবাক হওয়া হাসি - কেনিয়ার বগোরিয়া লেকে বেজিগুলোর ছবি তুলেছেন আসাফ সেরেথ
1px transparent line
সারসের পালক ভিজে খোঁচা খোঁচা হয়ে গেছে

ছবির উৎস, Gail Bisson

ছবির ক্যাপশান, কোভিড কেশ? ফ্লোরিডায় ফোর্ট ডেসোটোয় লাল রংএর সারসের এই ছবি তুলে এমনই মনে হয়েছে আলোকচিত্রী গেইল বিসনের
1px transparent line
পাথরের ওপর মস্ত সিল মনে হয় হাসছে

ছবির উৎস, Ken Crossan

ছবির ক্যাপশান, হাসি পেলে হাসবো না? - স্কটল্যান্ডের কেথনেসে মস্ত এক সিল মাছের হাস্যোজ্জ্বল এই ছবি কেন ক্রোসানের তোলা
1px transparent line
স্কটল্যান্ডে 'মাছ ধরা নিষেধ' ফলকের ওপর মাছ মুখে এক মাছরাঙা

ছবির উৎস, Sally Lloyd Jones

ছবির ক্যাপশান, 'শুধু ঠাট্টা করছি' - স্কটল্যান্ডে 'মাছ ধরা নিষেধ' ফলকের ওপর মাছ মুখে এক মাছরাঙা- ছবি তুলেছেন স্যালি লয়েড জোন্স I
1px transparent line
মনে হচ্ছে পানির উষ্ণতা দেখে কাহিল বানরটি

ছবির উৎস, Wei Ping Peng

ছবির ক্যাপশান, 'উফ্ যা গরম' - জাপানে তুষার বানরের ছবি ওয়েই পিং পেং-এর ক্যামেরায়
1px transparent line
ছোট পাখির পেছনে ডানা মেলে আরেকটি বড় পাখি

ছবির উৎস, Vicki Jauron

ছবির ক্যাপশান, আব্রাকাডাব্রা -এখুনি যাদু শুরু - ফ্লোরিডার ফোর্ট মেয়ার্স বিচে বাদামি পেলিকান পাখি আরেকটি পাখির পেছনে - ভিকি জুরন ধরেছেন এই মুহূর্তটি তার ক্যামেরায়
1px transparent line
লাল কাঠবেড়ালি যেন হাসছে

ছবির উৎস, Femke-van-Willigen

ছবির ক্যাপশান, হা, হা -আমার জোকটা ধরতে পারছো না? - নেদারল্যান্ডসে লাল কাঠবেড়ালির হাসি দেখে তেমনটাই মনে হয়েছে ফেমকে ভ্যান উইলিজেনের
1px transparent line
গাছের গর্ত থেকে দুটো পা বের করে দিয়েছে এক রাকুন

ছবির উৎস, Charlie Davidson

ছবির ক্যাপশান, 'দাঁড়াও না - এখুনি উঠছি' - ভার্জিনিয়ায় রাকুন প্রজাতির এই গেছো বিড়ালের ছবিটি তুলেছেন চার্লি ডেভিডসন
1px transparent line
একটি বানর আর দুটো বানরের লেজ ধরে ঝুলছে

ছবির উৎস, Thomas Vijayan

ছবির ক্যাপশান, সব বয়সের জন্যই মজা করার সময় - ভারতের কাবিনি পার্কে বানরের এই ছবি ক্যামেরাবন্দি করেছেন টমাস ভিজায়ান