মোজাম্বিকে গ্রামবাসীদের 'নির্বিচারে হত্যা' করেছে ইসলামপন্থী জঙ্গিরা

ছবির উৎস, AFP
মোজাম্বিকের উত্তরাঞ্চলের একটি গ্রামে ইসলামপন্থী জঙ্গিরা অন্তত ৫২ জন বাসিন্দাকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
কাবো ডেলগাডো প্রদেশের গ্রামবাসীদের 'নির্বিচারে হত্যা' করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। গ্রামবাসীরা জঙ্গি গোষ্ঠীতে যোগ দিতে অস্বীকার করার পর তাদের অনেককে শিরশ্ছেদ করা হয়ে।
কাবো ডেলগাডো প্রদেশে তিন বছর ধরে চলা সহিংস কর্মকাণ্ডে কয়েকশো' মানুষের মৃত্যু হয়েছে এবং অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে খবরে বলা হয়েছে।
তবে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।
নিজেদের নাম 'আল-শাবাব' দাবি করা একটি গোষ্ঠী ওই এলাকায় কর্মকাণ্ড পরিচালনা করে। গত মাসে তারা খুব সহজেই মোসিমবোয়া ডে পারায়া শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তবে এই গ্রুপটি একই নামের একটি বৃহত্তর সোমালি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কি-না, তা পরিষ্কার নয়।
ইসলামিক স্টেট সেন্ট্রাল আফ্রিকা প্রভিন্স নামে ইসলামিক স্টেট গ্রুপের একটি শাখা দাবি করেছে যে মোজাম্বিকে অতীতের বেশ কয়েকটি হামলা তারা চালিয়েছে।
এই হামলাটি গত ৭ই এপ্রিল মাইডুম্বে জেলার শিটাক্সি গ্রামে সংঘটিত হয়, তবে গত মঙ্গলবার এসব হত্যাকাণ্ডের তথ্য জানা যায়।
বিবিসি বাংলার অন্যান্য খবর:
''সম্প্রতি অপরাধীরা গ্রামের কিছু তরুণকে তাদের দলে ভেড়াতে চেষ্টা করে, কিন্তু তাতে কিছু তরুণের পক্ষ থেকে বাধা আসে। এর ফলে অপরাধীরা রেগে গিয়ে নিষ্ঠুরভাবে ৫২ তরুণকে হত্যা করেছে'' - গণমাধ্যমকে একথা জানিয়েছেন পুলিশের মুখপাত্র অরল্যান্ডো মুডুমানে।
কাবো ডেলগাডো অঞ্চলটি মোজাম্বিকের সবচেয়ে দরিদ্র এলাকাগুলোর একটি - তবে এই এলাকায় উত্তোলন করা হয়নি, এমন সম্পদের মজুদ রয়েছে।
২০১০ সালে ভারত মহাসাগরের তীরবর্তী রোভুমা বেসিনে বিশাল গ্যাসের মজুদ আবিষ্কার করে মোজাম্বিক।
তবে মোজাম্বিকের জাতীয় পুলিশ কমান্ডার বেরনার্ডিনো রাফায়েল দাবি করেছেন, ওই প্রদেশের কোন এলাকাই জঙ্গিদের নিয়ন্ত্রণে যায়নি।








