সড়ক দুর্ঘটনায় দুই জেলায় ১৪জন নিহত

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১৪জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ঢাকা থেকে সিলেট-গামী একটি মাইক্রোবাসের সাথে সিলেট থেকে ঢাকা-গামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিবিসি বাংলাকে বলেন, শুক্রবার রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনায় ছয়জন নিহত হন।

তিনি বলছিলেন, "এতে করে মাইক্রোবাসে আগুন ধরে যায়। এবং মাইক্রোবাসে থাকা ছয় জন যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান।"

বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের এখন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

অন্যদিকে, হবিগঞ্জ থেকে সিলেট-গামী একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলার নবীগঞ্জ এলাকায় সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়।

এতে মাইক্রোবাসের আট জন যাত্রী ঘটনাস্থলে মারা যান, বলছেন নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান।

আজ শক্রবার সকাল সোয়া সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এতে আহত আরো পাঁচজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মি. রহমান।

বিবিসি বাংলায় আরো পড়ুন: