করোনাভাইরাস আশঙ্কায় দক্ষিণ কোরিয়ায় মাস্ক পড়ে গণ বিয়ে

দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন চার্চ বা একত্রীকরণ গির্জা হিসেবে পরিচিত ফ্যামিলি ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস অ্যান্ড ইউনিফিকেশনের আয়োজিত গণ বিবাহ অনুষ্ঠানে হাজার হাজার যুগল অংশ নিয়েছিলেন।

বৃহৎ পরিসরে হওয়ার এই অনুষ্ঠানের মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে, এই আশঙ্কার মধ্যে দিয়েই দেশটির রাজধানী সোলের নিকটবর্তী গ্যাপইয়েওঙ্গিন এলাকার চেয়ংশিম পিস ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

দক্ষিণ কোরিয়ায় এরই মধ্যে ২৪ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে - যাদের মধ্যে সবশেষ আক্রান্তকে উহান থেকে উড়িয়ে আনা হয়েছে।

কিছু যুগল মাস্ক পড়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিলেও সবাই মাস্ক পড়া তেমন জরুরি হিসেবে মনে করেননি।

অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিদের করোনাভাইরাস পরীক্ষা করা হয়।

দক্ষিণ কোরিয়ায় এই ধরণের বড় পরিসরের অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

অনুষ্ঠানে অংশ নেয়া ৩০ হাজারের বেশি মানুষের সবার জন্য মাস্ক দেয়া হয় চার্চের পক্ষ থেকে, তবে সবাই মাস্ক ব্যবহার করেননি।

৬০ টিরও বেশি দেশের প্রায় ৬ হাজার মানুষকে ঐ অনুষ্ঠানে বিয়ে করানো হয়। ১৯৬০'এর দশক থেকে এ ধরণের অনুষ্ঠান আয়োজন করে থাকে ইউনিফিকেশন চার্চ।

এই অনুষ্ঠানে অবশ্য চীনা যুগলদের অংশ নেয়া নিষিদ্ধ করেছিল ইউনিফিকেশন চার্চ।