আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
চীনে করোনাভাইরাস: 'উহান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিমান প্রস্তুত'
- Author, কাদির কল্লোল
- Role, বিবিসি বাংলা, ঢাকা
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, চীনে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য তাদের তালিকা করার পর এখন বিমান প্রস্তুত রাখা হয়েছে।
তবে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ সব প্রস্তুতি রাখার পরও চীন সরকারের দেয়া ১৪ দিনের সময়সীমার কারণে বাংলাদেশ এখনও অপেক্ষা করছে।
বিবিসি বাংলাকে মি. মোমেন আরও বলেছেন, ফেরত আনার ব্যাপারে চীন সরকারের সম্মতির জন্য যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।
এদিকে, চীন থেকে কয়েকজন বাংলাদেশী শিক্ষার্থী বলেছেন, তাদের বেশিরভাগই দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার বেইজিংয়ে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তাদের ডেকে নিয়ে চীন সরকারের পক্ষ থেকে ১৪ দিনের আগে কাউকে তাদের দেশের বাইরে যেতে না দেয়ার কথা জানানো হয়েছে।
তিনি বলেছেন, জাপান শুধু তাদের দূতাবাসের কর্মকর্তাদের ফেরত নেয়ার জন্য একটি বিমান বেইজিংয়ে পাঠিয়েছে, এমন একটা খবর তারা শুনেছেন। এনিয়ে আর কিছু তারা জানতে পারেননি।
তিনি বলছেন, চীন সরকার সম্মতি দেয়ার সাথে সাথেই আগ্রহী বাংলাদেশিদের ফেরত আনা শুরু হবে।
"যারা আসতে চায়, তাদের স্বদেশের আনার জন্য আমরা রাজি। সেজন্য আমরা বিমান প্রস্তুত করে রেখেছি, যাতে যেকোনো মুহূর্তে আমরা আমাদের বিমান পাঠাতে পারি।"
চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই শহরেই তিনশোর বেশি বাংলাদেশি শিক্ষার্থী আটকে পড়েছেন।
সেখান থেকে কয়েকজন বিবিসি বাংলাকে বলেছেন, তাদেরকে এখনও বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে অবরুদ্ধ অবস্থায় থাকতে হচ্ছে।
তাদের বেশিরভাগই দেশে ফেরার জন্য নাম লিখিয়ে তারা এখন অপেক্ষা করছেন।
উহান শহরের একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী তাহকিম আনজুম মৃদুলা বলছেন, বাংলাদেশ দূতাবাস থেকে তাদের নিবন্ধন করা হলেও তারা কবে ফিরতে পারবেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানতে পারছেন না।
"আমাদের আশ্বাস দেয়া হয়েছে, আমাদের নাম, পাসপোর্ট নাম্বার এবং টেলিফোন নাম্বারসহ যাবতীয় তথ্য নেয়া হয়েছে। আমাদের বলা হয়েছে যে, দেশে ফেরত নেয়ার ব্যাপারে ৬ই ফেব্রুয়ারির মধ্যে একটা সিদ্ধান্ত আসতে পারে।"
"এর মধ্যে এখানে আমাদের খাবার সরবরাহ করা হচ্ছে বাহির থেকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা করছে। আর আমরা এখনও অবরুদ্ধ অবস্থায় আছি।"
একই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবিল হাফিজ বলেছেন, বাংলাদেশ দূতাবাস থেকে তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখে বিভিন্ন ব্যবস্থার কথা জানানো হচ্ছে যা আতংকের পরিবেশের মধ্যেও কিছুটা আশা জাগাচ্ছে।
"বাংলাদেশ দূতাবাস থেকে ইমেইল করে ফরম পাঠিয়ে আমাদের সব তথ্য নিয়ে তালিকাভুক্ত করা হয়েছে। তবে ছাত্রাবাসে রুমের ভেতরে অবরুদ্ধ হয়ে থাকাটা কষ্টকর।"
আরেকজন বাংলাদেশী শিক্ষার্থী ওয়ালিদ হোসেন বলেছেন, উহানে তাদের বিশ্ববিদ্যালয়েই ১২৭জন বাংলাদেশী শিক্ষার্থীর সবাই দেশে ফিরতে চান।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের ধারণা উহানসহ চীনের বিভিন্ন নগরীতে পাঁচশোর মতো বাংলাদেশের শিক্ষার্থী রয়েছেন। তাদের কেউ কেউ এই মুহূর্তে দেশে ফিরতে চান না। কারণ তারা চীন সরকারের খরচে সেখানে উন্নত চিকিৎসা পেতে পারেন।
আরো পড়তে পারেন:
তিনি বলছেন, যারা ফেরত আসার জন্য তালিকাভুক্ত হয়েছেন, তাদের ফিরিয়ে এনে বাংলাদেশের মতো ঘনবসতির দেশে সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রস্তুতি রাখা হয়েছে।
"যারা আসতে চান, তারা নিবন্ধন করেছেন। তবে কেউ কেউ বলেছেন, তারা এখন দেশে আসতে চান না এবং তারা দেশবাসীকে অসুস্থ করতে চান না। তবে তারা কেউ অসুস্থ হননি।"
যারা ফেরত আসবে তাদের জন্য কি ব্যবস্থা রাখা হচ্ছে-এই প্রশ্নে মন্ত্রী বলেছেন, "দেশে আনার পর প্রথম কিছুদিন বিচ্ছিন্ন করে রাখা হবে কী হয় তা দেখার জন্য। আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। সুতরাং যা আছে, সেটা দিয়েই আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেবো।"
সরকারের একাধিক সূত্র বলেছে, বাংলাদেশের মতো ঘনবসতির দেশে করোনাভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থাপনা পুরোপুরি নিশ্চিত করা অনেক কঠিন। সেজন্য তারা এই ভাইরাসের সংক্রমণ রোধে চীনের পদক্ষেপ এবং সময়সীমা মেনে নিয়েই বাংলাদেশিদের ফেরত আনা শুরু করতে চায়।