বিপিএল: '১৪টি সেলাই' হাতে মাঠে নামা নিয়ে বিতর্ক, মাশরাফী কী বলছেন

ছবির উৎস, বিসিবি
বঙ্গবন্ধু বিপিএলের একটি ম্যাচে হাতে চোট নিয়ে মাশরাফী বিন মোর্ত্তজার খেলা নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তবে হাতে চোট পাওয়ার পরপরই খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা।
মাশরাফী বিন মোর্ত্তজার ভাই মোরসালিন বিন মোর্ত্তজার একটি ফেসবুক পোস্ট থেকেও চোট পাওয়ার পরপর জানা গেছে যে পরের ম্যাচেই মাশরাফী মাঠে নামবেন বলে নিশ্চিত করেছেন।
মাশরাফী বিন মোত্তর্জা যে হাতে সেলাই নিয়ে মাঠে নামেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। নামা উচিৎ হয়েছে কি হয়নি এনিয়ে দ্বিধা-বিভক্তি দেখা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আঘাত ছিল বাম হাতে যেহেতু ডান হাতি বোলার তার বল হাতে নিতে সমস্যা হয়নি।
দুই বল ব্যাটও করেছেন তিনি।
এই ম্যাচে মাশরাফীর দল হারলেও আলোচনার কেন্দ্রে ছিল মাশরাফীর মাঠে নামা ও তার ধরা একটি ক্যাচ।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইলের একটি ক্যাচ ধরেন মাশরাফী বিন মোর্ত্তজা।
এই ক্যাচটি এক হাতেই ধরে ফেলেন তিনি।
এই ক্যাচ নিয়ে মাশরাফী বলেন, "সুযোগ ছিল না দুই হাত দেওয়ার খেলার সময় হাত চলে যায় ওভাবে ক্যাচটা নিতে পেরেছি যখন বলটা দেখেছি স্লো আসছিল।"
মাশরাফী বিন মোত্তর্জা ১১ই জানুয়ারি খুলনা টাইগার্স ও ঢাকা প্লাটুনের মধ্যকার একটি ম্যাচে বল হাতে লাগায় একটি চোট পান বাংলাদেশের জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।
তখনই মাশরাফী বিন মোর্ত্তজার আপন ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতের সার্জারির একটি ছবি দিয়ে লেখেন ১৪ টি সেলাই লেগেছে, কিন্তু মাশরাফী বলছেন পরের ম্যাচেই খেলবেন।
শেষ পর্যন্ত এলিমিনেটর ম্যাচটিতে সত্যিই মাঠে নামনে মাশরাফী।
মাশরাফীর এই মাঠে নামা নিয়ে ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়াদও কথা বলেন।
"আজকে উনি ১৪টি সেলাই নিয়ে খেলেছেন। উনার জায়গায় আমি হলে জীবনেও চিন্তা করতাম না খেলার। উনি খেলেছেন, ভালো বোলিং করেছেন। ভালো একটি ক্যাচও নিয়েছেন, ক্রিস গেইলের শটটিতে বল অনেক স্পিন করছিল"
পক্ষে ও বিপক্ষে মতামত

ছবির উৎস, ফেসবুক

ছবির উৎস, ফেসবুক
মাশরাফীকে নিয়ে বিবিসি বাংলার কিছু খবর:
মাশরাফীর হাতে সেলাই নিয়ে খেলতে নামাটাকে পেশাদার আচরণ মনে করছেন না অনেক ভক্তরা।
আবার অনেক ভক্তরা মনে করছেন এটা মাশরাফীর ক্রিকেটের প্রতি নিবেদনের একটা নিদর্শন।
ক্রিস গেইলের সাথে মাশরাফীর একটি ছবি নিয়েও আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এই ছবিতে ক্রিস গেইল মাশরাফীর হাত দেখছিলেন।

ছবির উৎস, বিসিবি
অনেকে আবার মাশরাফীকে 'অতিমানবীয়' বলছেন।
মাশরাফী সেলাই হাতে নিয়ে টস করতে নামার সাথে সাথেই এভাবে মাঠে নামা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম হয়ে ওঠেন বাংলাদেশের ক্রিকেটের দর্শক ও ভক্তরা।
মাশরাফীর চোট ও ইনজুরি বাংলাদেশের ক্রিকেটে সবসময়ই একটি আলোচনার বিষয়।
অস্ট্রেলিয়ান চিকিৎসক ডেভিড ইয়ং মোট ছয়বার মাশরাফীর অস্ত্রোপচার করান।

ছবির উৎস, Ratan Gomez/BCB
এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of YouTube post








