আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ছবিতে চীনের বরফ ভাস্কর্য আর ঠাণ্ডা পানিতে সাঁতার
চীনের হারবিন শহরে চলছে আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসব। পাঁচ তারিখ উদ্বোধন হওয়া এই উৎসবে রয়েছে বরফ দিয়ে তৈরি বিশাল আকারের প্রাসাদ, গণবিয়ের আয়োজন আর রক্ত জমে যাওয়ার মতো ঠাণ্ডা পানিতে সাঁতার প্রতিযোগিতা ছাড়াও আরো অনেক আকর্ষণ।
চীনের হাইলংজিয়াং প্রদেশের এই বাৎসরিক আয়োজন বিশ্বের সবচেয়ে বড় বরফ ও তুষার উৎসবগুলোর একটি।
রাতে রঙিন আলোকসজ্জায় অপরূপ হয়ে উঠেছে বরফের প্রাসাদ।
দুই লাখ কুড়ি হাজার কিউবিক মিটার বরফ ও তুষার দরকার হয়েছে এই উৎসবে।
বরফের খণ্ড জোড়া দিয়ে ও খোদাই করে বানানো হয়েছে বিশাল আকারের প্রাসাদ।
বিশাল আকারের বরফের প্রাসাদে নীল আলোর আবহ দেখে চমৎকৃত দর্শক।
এমনকি বাষ্পচালিত ট্রেনও ছিল। অবশ্যই বরফে খোদাই করা।
হারবিন শহরের এই উৎসব শুরু হয়েছিল ১৯৬৩ সালে। চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় কয়েক বছর বিরতির পর আবার ১৯৮৫ সালে তা শুরু হয়।
ভাস্কর্য ছাড়াও ছিল আইস হকি, ফুটবল, স্কেটিং এবং স্কি প্রতিযোগিতা।
সংহুয়া নদীতে রক্ত জমে যাওয়ার মতো ঠাণ্ডা পানিতে সাতার প্রতিযোগিতায় অংশ নেয়া সাহসী প্রতিযোগী।
উৎসবের অন্যতম আকর্ষণ গণবিয়ে। যে আয়োজনে অংশ নিয়েছিলেন ৪০ যুগল।
গণ বিয়ের আয়োজনে বিয়ে সম্পন্ন হওয়ার পর দম্পতিরা।
হারবিন বরফ ও তুষার উৎসব চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।