চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে ৭ জন নিহত

বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের পাথরঘাটায় এক বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত সাত জন নিহত হবার খবর পাওয়া গেছে।

তবে বিস্ফোরণ গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে, না গ্যাসের পাইপলাইনে হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসিন জানিয়েছেন, সকাল ৯টার দিকে পাথরঘাটার বড়ুয়া ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের রাইজার পাইপলাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে ।

রোববার সকালে চট্টগ্রাম শহরের মূল কেন্দ্র থেকে কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থিত ঐ এলাকায় একটি পাঁচতলা আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

এরপর ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করে প্রথমে ১৪ জনকে হাসপাতালে পাঠানো হয়, যাদের মধ্যে অন্তত সাতজনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মিঃ মোহসিন জানিয়েছেন, বিস্ফোরণের পর সংলগ্ন একটি ভবনের দেয়াল ধসে পড়ে।

এছাড়া সংলগ্ন আরো দুইটি ভবনের বাসিন্দাদের নিরাপদ অবস্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এ ঘটনায় আরো অন্তত আট ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মিঃ মোহসিন।

ঘটনার কারণ অনুসন্ধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং অন্যান্য বিশেষজ্ঞদের ডাকা হয়েছে বলে তিনি জানিয়েছেন।