শীর্ষ মডেলদের ছবি: জার্মান ফ্যাশন ফটোগ্রাফার পিটার লিন্ডবার্গের ক্যামেরায়
জার্মান ফ্যাশন ফটোগ্রাফার পিটার লিন্ডবার্গ ৭৪ বছর বয়সে মারা গেছেন ৩রা সেপ্টেম্বর ২০১৯ এ। তিনি সহজ কিন্তু নাটকীয়ভাবে মানুষের প্রতিকৃতি তুলে ধরতেন সাদা-কালো ছবিতে। তাঁর ট্রেডমার্কই ছিল 'ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোট্রেট'।

ছবির উৎস, Alamy
পিটার লিন্ডবার্গ ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন, জার্মানির লিসায়। ১৯৬০ এর দিকে বার্লিন একাডেমি অব ফাইন আর্টসে পড়াশুনা শুরু করার আগে একটি ডিপার্টমেন্ট স্টোরে উইন্ডো ড্রেসারের কাজ করতেন।
১৯৭১ সালে তিনি ফটোগ্রাফিতে পুরোপুরি মনোনিবেশ করেন। জার্মান ফটোগ্রাফার হ্যানস লাক্সের সহকারী ছিলেন দুই বছর। ১৯৭৩ সালে নিজের স্টুডিও চালু করেন তিনি।
ফ্যাশন ফটোগ্রাফিতে কাজ করতে গিয়ে নারীদের ছবিগুলো অতিরিক্ত এডিট করা বা সূক্ষ্ম করার বিষয়টি তিনি প্রত্যাখ্যান করেছেন সবসময়। আর এ কারণেই তিনি পরিচিতি পান অনেক।
মি: লিন্ডবার্গের মতে, "তারুণ্য ও পারফেকশন ফুটিয়ে তোলার ভীতিকর অবস্থা থেকে সরে এসে নারীদের মুক্ত করাই বর্তমানের ফটোগ্রাফারদের দায়িত্ব হওয়া উচিত। শুধু ফটোগ্রাফার নয় সবারই এই দায়িত্ব হওয়া উচিত"।

ছবির উৎস, Peter Lindbergh
তিনি ১৯৮৮ সালে নতুন প্রজন্মের কয়েকজন মডেলের ছবি তোলেন, যাদের পরনে ছিল সাদা শার্ট। আর এই ছবিটির জন্য তিনি আন্তর্জাতিক প্রশংসাও পান অনেক।

ছবির উৎস, Peter Lindbergh
ভগ, দ্য নিউ ইয়র্কার, রোলিং স্টোন, ভ্যানিটি ফেয়ার, হার্পার্স বাজার ইউএস, ওয়াল স্ট্রিট জার্নাল ম্যাগাজিনসহ বড় বড় পাবলিকেশনের কাজের সঙ্গে জড়িত ছিলেন লিন্ডবার্গ।

ছবির উৎস, Peter Lindbergh
উপরের এ ছবিটিতে দেখা যাচ্ছে ডেবি লি ক্যা।রিংটন অ্যালিয়েনের মতো পোশাক পরে আছেন এবং তার পাশে মডেল হেলেনা ক্রিশ্চিনা। লিন্ডবার্গ ১৯৯০ সালে ইটালিয়ান ভগ-এর জন্য 'ইটি স্টোরি' নামে ছবির একটি সিরিজ করেন।
পরবর্তীতে নিউ ইয়র্ক টাইমসে বলা হয়, ফ্যাশন ফটোগ্রাফির মাধ্যমে যে একটি গল্প বলা যায় এই ছবিটি তার প্রথম ও অন্যতম উদাহরণ।
লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামএবং প্যারিসের সেন্টার পমপিদৌ আর্ট মিউজিয়ামসহ বিভিন্ন ফাইন আর্টস মিউজিয়ামে লিন্ডবার্গের তোলা ছবি স্থান পেয়েছে।

ছবির উৎস, Peter Lindbergh
অনেক ছবি ও ডকুমেন্টারিও তৈরি করেছেন লিন্ডবার্গ। ১৯৯৯ সালে 'ইনার ভয়েজেস' নামে একটি ডকুমেন্টারি তৈরি করেন তিনি, যেটা ২০০০ সালে টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ ডকুমেন্টারির পুরষ্কার জিতে নেয়।

ছবির উৎস, Peter Lindbergh
২০১৯ সালে ভগ ম্যাগাজিনের সেপ্টেম্বর এডিশনের জন্য অনেক ছবি তুলেন লিন্ডবার্গ, যেটার অতিথি সম্পাদনায় ছিলেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল।
সেপ্টেম্বর মাসের ভোগ ম্যাগাজিনের কাভারে আছেন ক্লাইমেট অ্যাকটিভিস্ট কিশোরী গ্রেটা থানবার্গ , নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নসহ ১৫ জন নারী।

ছবির উৎস, Peter Lindbergh / PA Media
পিটার লিন্ডবার্গের মৃত্যুর পর তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনস্টাগ্রামে ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল লিখেছেন, "এমন অর্থপূর্ণ কাজ খুব কম ফটোগ্রাফারই করেছেন। প্রাকৃতিক সৌন্দর্য, একজন নারীর যে স্বাভাবিক সৌন্দর্য হালকা মেকাপেও সহজভাবে ফুটিয়ে তোলা যায় আকর্ষণীয় করা যায় তা প্রমাণ করে গেছেন লিন্ডবার্গ।"

ছবির উৎস, Peter Lindbergh / Vogue
সমস্ত ছবির কপিরাইট পিটার লিন্ডারবার্গের। অনুমতি ব্যতীত এই ছবি ব্যবহার করা যাবে না।








