এরশাদের শারীরিক অবস্থার 'উন্নতি হলেও শঙ্কামুক্ত নয়'

হুসেইন মোহাম্মদ এরশাদ

ছবির উৎস, বিবিসি বাংলা

ছবির ক্যাপশান, হুসেইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ভাই জি.এম. কাদের (ছবি: অক্টোবর ২০১৮)

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাই জি.এম. কাদের।

মি. এরশাদের শারীরিক অবস্থার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে মি. কাদের বলেন, "তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়, তবে গতকালের তুলনায় তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।"

চিকিৎসকদের বরাত দিয়ে মি. কাদের বলেন, "তাঁর ফুসফুসের ইনফেকশন কিছুটা ভাল হয়েছে, এছাড়া তার শ্বাসকষ্টও আগের চেয়ে কিছুটা কম হচ্ছে।"

এছাড়া গতকাল পর্যন্ত মি. এরশাদকে যে হারে অক্সিজেন দেওয়া প্রয়োজন হচ্ছিল, আজ সেই তুলনায় কম অক্সিজেন দিতে হচ্ছে বলে জানান মি. কাদের।

তবে মি. এরশাদের কিডনির সমস্যা এখনো রয়েছে বলে জানান মি. কাদের।

এরশাদের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার কারণে সোমবার দুপুরে একটি সংবাদ সম্মেলন করেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

মি. কাদের বলেন, "সব মিলিয়ে বলা যায় তাঁর অবস্থা 'অপরিবর্তিত' আছে, এভাবে কিছুদিন চলতে থাকলে অবস্থার উন্নতি হবে বলে আশা করা যায়।"

আরো পড়তে পারেন: