ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: জাসপ্রীত বুমরাহ কি কোহলির সেরা অস্ত্র?

ক্রিকেট, বুমরাহ, ভারত

ছবির উৎস, Robert Cianflone

ছবির ক্যাপশান, ওয়ানডে ক্যারিয়ারে ৫৩ ম্যাচে ৯২ উইকেট নিয়েছেন বুমরাহ
    • Author, রায়হান মাসুদ
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

জাসপ্রীত বুমরাহ, বোলিং অ্যাকশনের জন্য বিখ্যাত ছিলেন ক্রিকেট মঞ্চে পা রাখার পর, এখন তিনি ভারতের ক্রিকেট দলের মূল বোলার।

তাকে কেন্দ্র করেই পরিকল্পনা করেন বিরাট কোহলি, মাহেন্দ্র সিং ধোনিরা।

বিরাট কোহলির স্বীকারোক্তি, "বুমরাহ যেভাবে বল ছাড়ে, সেটাই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে।"

"সে এটা ব্যাটসম্যানদের চেয়ে ভালো বোঝে এবং এটাই তাকে বাড়তি আত্মবিশ্বাস যোগায়।"

তবে বুমরাহ'র এই অ্যাকশনের পেছনে রয়েছে বিশেষ কারণ, তার হাত ও পায়ের হাড় বিশেষ গড়নের।

যা তাকে বাড়তি সুবিধা দেয় বটে সাথে ইনজুরির ঝুঁকিও থেকে যায়।

আরো পড়ুন:

ক্রিকেট, বুমরাহ, ভারত

ছবির উৎস, Mike Hewitt

ছবির ক্যাপশান, যেকোনো ফরম্যাটে বিরাট কোহলির অন্যতম আস্থার জায়গা বুমরাহ

বুমরাহ যেভাবে বিশেষ

বল করার ঠিক আগ মুহূর্তে যে লাফ দেন বুমরাহ তাতে প্রায় দু হাত একেবারেই সোজা অবস্থানে থাকে।

বুমরাহ'র কাঁধ, কব্জি ও কনুই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বর্ধিত হয়।

যেখানে স্বাভাবিক কারো সংযোগ ২০ শতাংশ নড়াচড়া করে, বুমরাহ সেটা পারে ৪২ শতাংশ।

পার্থে একটি টেস্ট ম্যাচ চলাকালীন তাকে নিয়ে পরীক্ষা করা চিকিৎসকরা এই অবাক করা তথ্য দেন।

বুমরাহ যখন ১৯ বছরের একটু কম বয়স, তার তৎকালীন কোচ আরুনের সাথে কাজ করার সময় মি: আরুন জানান, বুমরাহ গড়ি উৎপন্ন করে অ্যাকশনের মাধ্যমে, যেটা অনন্য।

"এটা শরীরের ওপর ধকল নিয়ে আসে, এটা একটা চ্যালেঞ্জ, ফিজিও ও ট্রেনাররা দিনের পর দিনের তার ওপর কাজ করে, সেও ফিটনেস নিয়ে কাজ করে সব ঠিক রাখে।"

ক্রিকেট, বুমরাহ, ভারত

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, বোলিং অ্যাকশনের কারণেই বিশেষ বুমরাহ

বুমরাহ যেভাবে উন্নতি করেছেন...

অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন কোহলি বুমরাহকে নিয়ে বলেছিলেন, ''আমি সেই ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম যারা বুমরাহ'র মুখোমুখি হতে চাইনা।''

২০১৬ সালে বুমরাহ মাত্র ২৪৯ রান দিয়ে ১৭টি উইকেট নিয়েছিলেন।

২০১৭ সালে ১০২৪ রান দিয়ে নেন ৩৯টি উইকেট।

২০১৮ সালে ৩৬৬ রান দিয়ে ২২টি উইকেট নিয়েছেন। এই বছর তার ইকোনমি ছিল ৩.৬৩।

২০১৯ সাথে ৪৩১ রান দিয়ে ১৪টি উইকেট নিয়েছেন।

ক্রিকেট, বুমরাহ, ভারত

ছবির উৎস, Robert Cianflone

ছবির ক্যাপশান, বুমরাব'র ইয়র্কার সামলাতে হিমশিম খান ব্যাটসম্যানরা

ভারতের মাটিতে তার উইকেট ৩৯টি আর ভারতের বাইরে ৫৩টি।

চলতি বিশ্বকাপেও ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন বুমরাহ।

এখন পর্যন্ত মোট ইয়র্কার দিয়েছেন ১৫টি যা বিশ্বকাপে দ্বিতীয় সেরা, প্রথম স্থানে আছেন তিন ম্যাচ বেশি খেলা স্টার্ক, যিনি দিয়েছেন ১৬টি।

বিবিসি বাংলার আরো খবর: