ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: মাশরাফীর প্রতি সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হগের আহ্বান

"সবারই লক্ষ্য থাকে বিশ্বকাপে দারুণ কিছু করে শেষ করতে। কিন্তু আমার মনে হচ্ছে আপনার শরীর আর নিতে পারছে না।"

আজ নটিংহামের বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার প্রতি এমন আহ্বান জানালেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হগ।

নিজের ভেরিফাইড টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে ম্যাচের আগে দু'দলের জন্যই কিছু পরামর্শ দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

হগ বলেন, "সবাই দারুণভাবে শেষ করতে চায়, সবাই দুর্দান্তভাবে শেষ করতে চায়। কিন্তু আপনি শুধু বাংলাদেশ দলকে পেছনে টেনে ধরছেন যেটা কোন অ্যাথলেটিসিজম না।"

"তাই দলে তরুণদের নিন, প্লিজ," বলেন এই সাবেক এই বাঁহাতি স্পিনার।

দলে পেস আক্রমণে রুবেল হোসেনকে নেওয়ার আহ্বানও জানান তিনি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং-এ সাকিব আল হাসান অথবা মেহেদি হাসান মিরাজকে দিয়ে শুরু করতে বলেছেন।

অস্ট্রেলিয়ার ওপেনার জুটিকে এলবিডব্লিউ বা বোল্ড করার পরিকল্পনা করা যেতে পারে বলে তার ধারণা।

তিনি বলছেন, "তারা [অস্ট্রেলিয়া] শুরুতে পেস বল যেমন খেলে, স্পিন খেলতে পুরোপুরি কনফিডেন্ট না।"

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের ব্যাটিং দেখে অস্ট্রেলিয়ান পেসারদের শর্ট বল এড়িয়ে যেতে বলছেন তিনি।

মিচেল স্টার্ককে তিনি বেশি করে ইয়র্কার ডেলিভারি দেওয়ার আহ্বান জানান।

"আর যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশি আক্রমণাত্মকভাবে ব্যাট করে, নিজের মত বল করো," স্টার্কের উদ্দেশ্যে হগ।

আরো পড়ুন:

ব্র্যাড হগের আর্ন্তজিাতিক ক্যারিয়ার

ব্র্যাড হগের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা হয়েছিল ১৯৯৬ সালে। ২০০৮ সালে ওয়ানডে এবং টেস্ট ম্যাচ থেকে তিনি অবসর নেন। আর ২০১৪ সালে টি-টোয়েন্টি থেকে বিদায় নেন তিনি।

বোলিং-এ ওয়ানডেতে ১২৩ ম্যাচে ১৫৬টি উইকেট, ৭টি টেস্টে ১৩ ইনিংসে ১৭ উইকেট এবং ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৭টি উইকেট লাভ করেন।

বোলিং:

ব্যাটিং:

অন্যদিকে ওয়ানডেতে ব্যাটিং-এ ২০.২৫ গড়ে মোট ৭৯০ রান সংগ্রহ করেন। আর ৭ টেস্টে ১০ ইনিংসে মোট ১৮৬ রান করেন তিনি।

আর টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচে ৪টি ইনিংসে ব্যাট করে মোট ৫৫ রান সংগ্রহ করেছেন তিনি।

এক নজরে মাশরাফীর আর্ন্তজিাতিক ক্যারিয়ার

বোলিং:

ব্যাটিং: