নদী বন্দরে ২ নম্বর সংকেত, ৪৩ রুটে লঞ্চ চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লাখ লাখ মানুষের ঈদ যাত্রার মধ্যেই বন্ধ হয়ে গেল ঢাকার সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের ৪৩টি রুটের লঞ্চ চলাচল।

ঢাকা নদী বন্দরের কর্মকর্তারা বলছেন, বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে, যাতে করে কোন দুর্ঘটনার সুযোগ তৈরি না হয়।

বন্দরের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা কিছুক্ষণ আগে বিবিসি বাংলাকে বলেন, লঞ্চ চলাচল আবার কখন শুরু হবে সেটি এখনো নিশ্চিত নয়।

"পুরো বিষয়টি নির্ভর করবে আবহাওয়ার ওপর। ঝড়-বৃষ্টি হচ্ছে এ মূহুর্তে। তাই আমরা আপাতত বন্ধ করেছি। বৃষ্টি বাতাস—আবহাওয়ার ওপর নির্ভর করে ওপেন করবো," বলেন তিনি।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

ওদিকে ঢাকা আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সকাল এগারোটা থেকে পরবর্তী বারো ঘণ্টা দেশের বেশ কিছু এলাকায় দমকা হাওয়াসহ ঝড়ো বৃষ্টি হতে পারে।

এসব এলাকার মধ্যে দক্ষিণাঞ্চলীয় মাদারীপুর, বরিশাল, পটুয়াখালীসহ কয়েকটি জেলাও রয়েছে যেসব এলাকায় ঢাকা থেকে প্রতিদিন একাধিক লঞ্চ যাতায়াত করে।

একই সঙ্গে আবহাওয়া অধিদপ্তর ঢাকা, বরিশাল, চট্টগ্রামসহ কয়েকটি অঞ্চলের নদী বন্দরের জন্য দুই নম্বর সংকেত জারি করেছে।

বাংলাদেশে ঈদের আগে ঢাকার সদরঘাটে লঞ্চযোগে বাড়ী ফেরার মানুষে উপচেপড়া ভিড় থাকে।

আজ সকাল থেকেও সেখানে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

আবহাওয়ার উন্নতি না হলে বিপুল সংখ্যক মানুষ ঈদে বাড়ী ফেরার ক্ষেত্রে বাড়তি ভোগান্তির শিকার হতে পারেন বলে আশংকা করা হচ্ছে।