গাজায় ইসরায়েলী হামলা অব্যাহত রাখার আদেশ: সহিংসতায় আটজন ফিলিস্তিনি ও তিনজন ইসরায়েলী নিহত

ছবির উৎস, Getty Images
ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সামরিক বাহিনীকে গাজা ভূখণ্ডে হামলা অব্যাহত রাখার আদেশ দিয়েছেন।
ইসরায়েল বলছে, তাদেরকে লক্ষ্য করে ফিলিস্তিনি জঙ্গিদের শত শত রকেট ছোঁড়ার প্রেক্ষিতেই তিনি এই নির্দেশ দিয়েছেন।
মি. নেতানিয়াহু আরো বলেছেন যে তিনি গাজার চারপাশে ট্যাঙ্কসহ গোলন্দাজ বাহিনী মোতায়েনেরও আদেশ দিয়েছেন।
গাজায় কর্মকর্তারা বলছেন, শুক্রবারের পর থেকে ইসরায়েলী হামলায় আটজন ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ইসরায়েল বলছে, ফিলিস্তিনি জঙ্গিদের হামলায় তিনজন ইসরায়েলী নিহত হয়েছে।
ফিলিস্তিনি সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে যে নিহতদের একজন হামাসের কমান্ডার হামেদ আহমেদ আবেদ খুদরি।
ইসরায়েল দাবি করছে, জঙ্গিদের জন্যে ইরান থেকে অর্থ সংগ্রহের দায়িত্বে ছিলেন তিনি এবং তাকে পরিকল্পনা করেই হত্যা করা হয়েছে।
বিবিসির সংবাদদাতা বলছেন, গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম এতো বড়ো ধরনের সহিংসতার ঘটনা ঘটছে।
বলা হচ্ছে, গত দুদিনে ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে সাড়ে চারশো রকেট নিক্ষেপ করা হয়েছে। আর ইসরায়েল গাজায় দুশোরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

ছবির উৎস, AFP
আরো পড়তে পারেন:
গত মাসেই মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে। কিন্তু হামাস ইসরায়েলের বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ করেছে।
শনিবার সারা রাত ধরে গাজা এলাকায় ঘন ঘন বিস্ফোরণ, সাইরেন এবং রকেট নিক্ষেপের শব্দ শোনা যায়।
গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নিহত ফিলিস্তিনিদের মধ্যে একজন গর্ভবতী মহিলা এবং তার শিশু সন্তান রয়েছে। তবে ইসরায়েলী কর্তৃপক্ষ দাবি করছে, তাদের ভাষায় 'সন্ত্রাসী কার্যকলাপের কারণেই' মহিলা ও শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে ।
তারা বলছে, গাজা থেকে অন্তত ৪৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছে, আর এর আঘাতে আশকেলন শহরে একজন ইসরায়েলি বৃদ্ধ নিহত হয়।
রাতভর ইসরায়েলী বিমান বাহিনী গাজায় হামাস ও ইসলামিক জিহাদের সাথে সংশ্লিষ্ট দুই শতাধিক লক্ষ্যবস্তুর ওপর হামলা চালায়। বলা হচ্ছে, দুই পক্ষের মধ্যে এটি সাম্প্রতিক কালের সবচাইতে গুরুতর সহিংসতার ঘটনা।
ফিলিস্তিনিরা গাজার সীমান্তে ইসরায়েলি অবরোধের অবসান দাবি করছিল - যার শর্ত হিসেবে ইসরায়েল রকেট নিক্ষেপ বন্ধ করার কথা বলছিল।
এই সংঘাতের মধ্যেই একটা যুদ্ধবিরতির চেষ্টা চলছে। জাতিসংঘ উভয় পক্ষকে উত্তেজনা হ্রাস এবং গত কয়েক মাস আগেকার সমঝোতা বলবৎ রাখার আহবান জানিয়েছে।








