আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ক্রিকেট: বিশ্বকাপের আগে ফরহাদ রেজা ও তাসকিন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দলে জায়গা পেলেন
বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর আগে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে যোগ হয়েছেন ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ।
এই তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্সের প্রধান আকরাম খান।
মূলত, কোচের ইচ্ছাতেই এই দুজনকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মি. খান।
আরো পড়ুন:
এর আগে বিশ্বকাপের জন্য ঘোষিত দলের সাথে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন নাইম হাসান এবং ইয়াসির আলী চৌধুরী। আর আজ নতুন করে এই সিরিজে জায়গা পেলেন পেসার ফরহাদ রেজা এবং তাসকিন আহমেদ।
তাসকিন আহমেদকে এর আগে ফিটনেস জনিত কারণে দলের বাইরে রাখা হয়েছিলো।
কিন্তু পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ গেল কদিন তাসকিনকে পর্যবেক্ষণ করে তাসকিনের ফিটনেস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ফরহাদ রেজা সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন ১৬.৩৯ গড়ে।
ব্যাট হাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি।
ফরহাদ রেজা শেষবার ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেন।