নির্বাচন: ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ চলছে

বাংলাদেশের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোট-গ্রহণ বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু হয়েছে।

ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হকের মৃত্যুর একবছরের বেশি সময় পরে তার শূন্য আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মেয়র পদে উপনির্বাচন ছাড়াও আজ ঢাকা উত্তরের নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন, দুইটি ওয়ার্ডে উপনির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের ভোট-গ্রহণ চলছে।

ডিএনসিসির মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন - বাংলাদেশ আওয়ামী লীগের আতিকুল ইসলাম, জাতীয় পার্টির মোঃ শাফিন আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান ও স্বতন্ত্র মোঃ আবদুর রহিম।

মেয়র পদে ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন।

আরো পড়ুন:

নির্বাচন কমিশন বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করবে।

নির্বাচন উপলক্ষে দুই সিটিতেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং যান চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮টি সাধারণ ওয়ার্ডে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী রয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৮টি সাধারণ ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ১২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সাধারণ কেন্দ্রে বিভিন্ন বাহিনীর ১৯ জন করে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ২৩ জন করে ফোর্স মোতায়েন থাকবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সংবাদ সম্মেলনে বলেছেন, ভোটকেন্দ্রে কোনও অনিয়ম হলে ভোট গ্রহণ স্থগিত করা হবে এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।