সংসদ নির্বাচন: 'শপথ নিচ্ছে না ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা', মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা শপথ নেবেন না
ছবির ক্যাপশান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা শপথ নেবেন না

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বৈঠক শেষে জানিয়েছেন যে নির্বাচনে বিজয়ী ঐক্যফ্রন্টের প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন না।

বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, "আমরা নির্বাচনের ফলাফলই প্রত্যাখ্যান করেছি, শপথ কী নেব আমরা? সিদ্ধান্ত তো হয়ে গেছে।"

এবারের নির্বাচনে দেশের বিভিন্ন আসনে যারা প্রার্থী ছিলেন, তাদের অনেকেই যোগ দিয়েছিলেন।

নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি নিয়ে এই প্রার্থীদের অনেকের মধ্যেই মিশ্র অভিমত লক্ষ্য করেছেন বিবিসি সংবাদদাতা আকবর হোসেন।

এদের মধ্যে অনেকেই বলেছেন যে নির্বাচন থেকে ঐক্যফ্রন্টের সরে আসা উচিত ছিল

ভোলা থেকে প্রতিদ্বন্দ্বীতা কার প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজউদ্দিন আহমেদ বলেছেন যে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পক্ষে ছিলেন।

লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা, প্রচারণার ক্ষেত্রে অনিয়ম, প্রশাসন ও নির্বাচন কমিশনের আচরণে নিরপেক্ষতার অভাব - এমন বিভিন্ন কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পক্ষপাতী ছিলেন বলে জানান মি. আহমেদ।

তবে সিরাজগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা কারী রুমানা মোরশেদ কনকচাঁপা বিবিসি'কে বলেন যে নির্বাচনী লড়াইয়ে শেষপর্যন্ত থাকার পক্ষেই ছিলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা নির্বাচন ট্রাইবুন্যালে তাদের আনা অভিযোগের স্বপক্ষে ভোট জালিয়াতির প্রমাণ সহ মামলা দায়ের করবেন।

আরো পড়তে পারেন:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল
ছবির ক্যাপশান, এক নজরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল