সংসদ নির্বাচন: ভোটের মাঠে থাকবেন না খালেদা জিয়া, কী প্রভাব পড়বে এর?

খালেদা জিয়া

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, খালেদা জিয়া
    • Author, কাদির কল্লোল
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির কারাভোগরত চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে দেয়া তিনটি মনোনয়নপত্রই বাতিল হয়ে গেছে।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হবার কারণে খালেদা জিয়ার তিনটি আসনেই মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এর আগে সর্বোচ্চ আদালতের এক রায়েও নিশ্চিত হয়ে যায় যে দু বছরের বেশি মেয়াদের কারাদন্ড হওয়ায় খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না।

কিন্তু ভোটের মাঠে খালেদা জিয়ার অনুপস্থিতি কি এবং কতটা প্রভাব ফেলবে? তার অনুপস্থিতিকে কি ইতিবাচকভাবে কাজে লাগাতে চেষ্টা করবে বিএনপি? এসব প্রশ্ন নিয়ে বিবিসি বাংলার কথা হয় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতা-কর্মী-সমর্থক ও বিশ্লেষকদের সাথে ।

বিএনপির স্থানীয় নেতা কর্মিদের মাঝে এ নিয়ে হতাশা ও ক্ষোভ তৈরি হলেও তারা বলছেন, এই নির্বাচনকে আন্দোলন হিসেবে নিয়ে তারা শেষপর্যন্ত ভোটের মাঠে থাকতে চান।

বগুড়া থেকে বিএনপির একজন নেতা শিপার আল বখতিয়ার বলছিলেন, তাদের নেত্রী নির্বাচনের আগে মুক্তি পাচ্ছেন না, এই বিষয়টি বিবেচনায় নিয়েই তারা নির্বাচনী মাঠে কাজ করছেন।

তার কথায় - "আমরা তো একটু হতাশ হয়েছি - তারপরও বাইরের খালেদা জিয়ার চেয়ে জেলখানার খালেদা জিয়া এখন অনেক বেশি শক্তিশালী। এই শক্তিটাই আমরা নির্বাচনে কাজে লাগাবো।"

বিএনপির অফিসের সামনে মনোনয়নপ্রার্থীদের ভিড়

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিএনপির অফিসের সামনে মনোনয়নপ্রার্থীদের ভিড়

দক্ষিণ পশ্চিমের জেলা যশোরেও বিএনপির ভাল অবস্থান রয়েছে। সেখান থেকে দলটির একজন নেত্রী শামসুন্নাহার পান্না বলেছেন, তাদের নেত্রীর মুক্তির বিষয়কে প্রধান এজেন্ডা হিসেবে নিয়ে তারা ভোটারদের কাছে যাবেন।

"আমরা তৃণমুলে আমাদের ম্যাডামের এই নির্বাচনে অংশ নিতে না পারার কারণে আমরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছি।এবং নির্বাচনটা আমাদের আন্দোলনের একটা অংশ। খালেদা জিয়াকে মুক্ত করার অংশ হিসেবে আমরা তৃণমুলের নেতা কর্মিরা এই নির্বাচনকে নিয়েছি" - বলছেন শামসুন্নাহার পান্না।

'নেতৃত্বশূন্যতার জায়গাটা অনেকটাই পূরণ করেছে ঐক্যফ্রন্ট'

রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক রিয়াজউদ্দিন আহেমদ বলছেন, এমন যে হবে তা যদিও আগেই আঁচ করেছিলেন সবাই - কিন্তু তবু এর কিছুটা প্রভাব পড়বেই।

বিএনপির নেতৃত্বশূন্যতার সমস্যা অনেকটাই কেটেছে ঐক্যফ্রন্ট ও ড. কামাল হোসেনের জন্য - বলছেন বিশ্লেষকরা

ছবির উৎস, পিএমও

ছবির ক্যাপশান, বিএনপির নেতৃত্বশূন্যতার সমস্যা অনেকটাই কেটেছে ঐক্যফ্রন্ট ও ড. কামাল হোসেনের জন্য - বলছেন বিশ্লেষকরা

বিবিসি বাংলায় আরও পড়ুন:

তিনি বলছেন, "একটা মনস্তাত্বিক চাপ তো আছেই। কারণ এর আগের নির্বাচনগুলোতে তিনি বিএনপির নেত্রী হিসেবে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু এবার যে তিনি নির্বাচন করতে পারবেন না তা বিএনপির নেতৃত্ব এবং সমর্থকদের মধ্যে একরকম জানাই ছিল। এটা জেনেই কিন্তু তারা নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। "

"তবে জাতীয় ঐক্যফ্রন্ট ভোটের হিসেবে তেমন বড় কিছু না হলেও ইমেজের দিক থেকে ড. কামাল হোসেনের নেতৃত্ব বিএনপিকে একটা দাঁড়ানোর জায়গা দিয়েছে, এবং মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে বিএনপি নেতৃত্বশূন্য নয়, তারা নির্বাচনে জিতলে দেশের জন্যে ভালো হতে পারে।"

"নেতৃত্বশূন্যতার জায়গাটা তারা অনেকটা পূরণ করেছেন বলেই আমি মনে করি" - বলেন রিয়াজউদ্দিন আহমেদ।

মনোনয়নপ্রার্থীদের সাক্ষাৎকারের সময় লন্ডন থেকে স্কাইপে যোগ দেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান

ছবির উৎস, বিএনপি

ছবির ক্যাপশান, মনোনয়নপ্রার্থীদের সাক্ষাৎকারের সময় লন্ডন থেকে স্কাইপে যোগ দেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান

বেশ কয়েকটি জেলায় বিএনপির নেতাদের সাথে কথা বলে মনে হয়েছে, দলটির তৃণমুলের নেতারা ইস্যুটিকে রাজনৈতিকভাবে ভোটের প্রচারণায় কাজে লাগাতে চাইছেন, এবং তারা ভোটের মাঠ ছেড়ে দিতে রাজী নন।

বিএনপির মধ্যম সারির নেতাদেরও প্রতিক্রিয়াও একই রকম। দলটির একজন কেন্দ্রীয় নেত্রী রুমিন ফারহানা মনে করেন, ভোটাররা তাদের বক্তব্য গ্রহণ করবে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন, নির্বাচনে খালেদা জিয়ার অনুপস্থিতি তাদের দলে প্রভাব ফেললেও অন্য দিক থেকে তাদের আবেগের পাশে ভোটাররা দাঁড়াবে বলে তিনি বিশ্বাস করেন।

"বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির একটা প্রভাব পড়বেই, এ ব্যাপারে কোন সন্দেহ নেই। একইসাথে এই যে অন্যায়ভাবে তাঁকে দীর্ঘদিন কারাগারে আটক করে রাখা হচ্ছে এবং বিএনপি অসংখ্য নেতা কর্মিকে আটক করে রাখা- এটার একটা আবেগও সৃষ্টি হয়েছে।সারাদেশে এই আবেগের কারণেই একটা জোয়ার সৃষ্টি হবে বলেই আমরা বিশ্বাস করি" - বলেন মি. আলমগীর।

বিশ্লেষক রিয়াজউদ্দিন আহমেদ বলছেন, বিএনপির নেতারা তাদের ভাষায় 'ভোট বিপ্লবের মাধ্যমে' খালেদা জিয়াকে তারা মুক্ত করে আনার মতো আবেগপূর্ণ বক্তব্য দিয়ে কর্মীদের একত্রিত করছেন।

সরকারী দল কি খালেদা জিয়ার অনুপস্থিতিতে কোন সুবিধা পাবে?

বিবিসি বাংলার শাকিল আনোয়ারের এ প্রশ্নের জবাবে রিয়াজউদ্দিন আহমেদ বলেন, বিএনপি বা আওয়ামী লীগের মতো দলগুলোর মূল শক্তি হলো তৃণমূল স্তরে তাদের জন্য অকুণ্ঠ জনসমর্থন।

বিএনপি সহ ২০ দলীয় ঐক্যজোটের সভা
ছবির ক্যাপশান, বিএনপি সহ ২০ দলীয় ঐক্যজোটের সভা

তার মতে - "নেত্রী থাকলে যা হয় - না থাকলেও ভোটটা একভাবেই হয়। ভোটের গাণিতিক হিসেবে কোন পরিবর্তন হয় না।"

"খালেদা জিয়া থাকলে ভালো হতো। নেতানেত্রীদের মধ্যে উদ্দীপনা-উচ্ছাস থাকতো, কিন্তু তারা একেবারে হতাশ হযে ভেঙে পড়বেন - অবস্থাটা এরকম না।"

রিয়াজউদ্দিন আহমেদের কথায় - সরকার হয়তো ভেবেছিল যে বিএনপি খালেদা জিয়ার অবর্তমানে তছনছ হয়ে যাবে, উঠে দাঁড়াতেই পারবে না। কিন্তু সেটা বোধহয় হয় নি। জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে তা কিছুটা হলেও 'রিকভার' করেছে।

প্রচারাভিযানে খালেদা জিয়ার অনুপস্থিতির কী প্রভাব পড়বে?

খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন না, সম্ভবত প্রচারাভিযানেও অংশ নিতে পারবেন না - এ বাস্তবতায় উপদলীয় কোন্দল বা বিভক্তি ঠেকানোর জন্য তার উপস্থিতি যে ভুমিকা পালন করতো, তার কি হবে?

জবাবে রিয়াজউদ্দিন আহমেদ বলেন, "বিদ্রোহী প্রার্থী, উপদলীয় কোন্দল এগুলো খালেদা জিয়া বাইরে থাকলেও হয়েছে। তাই এর কোন বিরূপ প্রভাব পড়বে বলে তার মনে হয় না। "

আরো খবর :