আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
খেলা দেখে ফেরার পথে ইংলিশ ফুটবল ক্লাব লেস্টার সিটির মালিকের হেলিকপ্টার বিধ্বস্ত
ইংলিশ ফুটবল ক্লাব লেস্টার সিটির মালিক খেলা দেখে যখন হেলিকপ্টারে করে ফিরে যাচ্ছিলেন তখনই সেটি বিধ্বস্ত হয়েছে।
শনিবার সন্ধ্যায় নিজেদের মাঠেই প্রিমিয়ার লীগের একটি ম্যাচ দেখেছেন তিনি।
হেলিকপ্টারটি খুব বেশি দূর যেতে পারেনি। স্টেডিয়ামের বাইরে কার পার্কেই সেটি পড়ে গেলে তাতে আগুন ধরে যায়।
ক্লাবের মালিক ভিচাই স্রিভাদানাপ্রাপা যে সেসময় হেলিকপ্টারে ছিলেন সেটি তার পরিবারের ঘনিষ্ঠ একটির সূত্রের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, খেলা শেষ হওয়ার পরপরই তিনি লেস্টার সিটির একজন খেলোয়াড়কে স্টেডিয়ামের বাইরে দুর্ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখেছেন।
হেলিকপ্টারে সেসময় তার সাথে আর কেউ ছিলেন কিনা সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি।
লেস্টার সিটির মালিকের অবস্থা সম্পর্কেও তার পরিবার, ক্লাব কিম্বা পুলিশের তরফ থেকেও এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। দুর্ঘটনার কারণ সম্পর্কেও এখনও কিছু জানা যায়নি।
কিং পাওয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকালের ম্যাচটি ছিল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সাথে এবং খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।
এই মালিকের অধীনেই লেস্টার সিটি ২০১৬ সালে প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছিল, উঠেছিল চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে।
রায়ান ব্রাউন নামের একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার বিবিসিকে বলেছেন, খেলা শেষ হওয়ার পর হেলিকপ্টারটিকে তিনি কিং পাওয়ার স্টেডিয়ামের উপরে উড়তে দেখেছেন।
বিবিসি লেস্টারকে তিনি বলেন, "ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। তখন সেখানে ঘড়ঘড় করার মতো একটা শব্দ হচ্ছিল।"
"হঠাৎ করে হেলিকপ্টারটি চুপ হয়ে যায়। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে শুরু করে এবং এক পর্যায়ে খুব জোরে একটা শব্দ হয় এবং আগুন ধরে যায়।"
দুর্ঘটনার পরপরই বিভিন্ন জরুরী বিভাগের কর্মকর্তারা সেখানে ছুটে যান। লেস্টারশায়ারের পুলিশ বলছে, দুর্ঘটনার নিয়ে তাদের তদন্ত চলছে।
এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন লেস্টার সিটির মেয়র, ক্লাবের সাবেক ফুটবলার এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক গ্যারি লিনেকার এবং ক্লাবের তারকা জেমি ভার্ডি। ওয়েস্ট হ্যাম ক্লাবের পক্ষ থেকেও টুইট করে দুঃখ প্রকাশ করা হয়েছে।
মালিক ভিচাই স্রিভাদানাপ্রাপা একজন থাই ধনকুবের ব্যবসায়ী। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী থাইল্যান্ডের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে তিনি চার নম্বরে।
প্রায় চার কোটি পাউন্ডের বিনিময়ে তিনি লেস্টার সিটি ক্লাব কিনেছেন ২০১০ সালে।