আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পদত্যাগ করে 'জনহিতকর কার্যক্রমে মনোনিবেশ' করতে চান আলিবাবা'র প্রধান নির্বাহী জ্যাক মা
মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবার নির্বাহী প্রধানের পদ থেকে সোমবার পদত্যাগ করতে যাচ্ছেন চীনের অন্যতম বিত্তশালী ব্যক্তি জ্যাক মা।
পত্রিকাটি বলছে, প্রধানের পদ থেকে পদত্যাগ করলেও আলিবাবা'র পরিচালক পরিষদে থেকে শিক্ষাক্ষেত্রে জনহিতকর কার্যক্রমে মনোনিবেশ করতে চান জ্যাক মা।
১৯৯৯ সালে যাত্রা শুরু করা আলিবাবা - যা পরবর্তীতে বিশ্বের অন্যতম বৃহৎ ইন্টারনেট কোম্পানি হিসেবে সফলতা লাভ করে - তার সহ-প্রতিষ্ঠাতা ছিলেন জ্যাক মা।
অনলাইনে কেনাবেচার সুবিধা দেয়ার পাশাপাশি ক্লাউড কম্পিউটিং এবং চলচ্চিত্র তৈরীর মত সেবাও দিয়ে থাকে আলিবাবা।
আলিবাবা'র বর্তমান বাজার মূল্য ৪০০ বিলিয়ন বা ৪০ হাজার কোটি ডলারেরও বেশী।
'টাইমস' পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মি. মা বলেন, তাঁর অবসর নেয়ার কারণে একটি যুগের শেষ হবে না, বরং শুরু হবে।
আরো পড়তে পারেন:
৪০ বিলিয়ন ডলার ব্যক্তিগত সম্পদের অধিকারী মি. মা ফোর্বসে'র ২০১৭ সালের তালিকায় চীনের বিত্তশালী ব্যক্তিদের মধ্যে তৃতীয় অবস্থানে ছিলেন। সোমবার তাঁর ৫৪তম জন্মবার্ষিকী।
এ সপ্তাহের শুরুতে ব্লুমবার্গ টিভিকে মি. মা বলেন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মত একটি ব্যক্তিগত দাতব্য প্রতিষ্ঠান গঠন করতে আগ্রহী তিনি।
"বিল গেটসের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে", বলেন মি. মা।
মি. মা পেশাগত জীবনের শুরু করেন চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরের একটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক হিসেবে।
মি. মা বলেন, "আমার মনে হয় কিছুদিনের মধ্যেই আমি আবার শিক্ষকতায় ফিরে যাবো। আমার ধারণা, আলিবাবা'র প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনের চেয়ে শিক্ষক হিসেবে আমি অনেক ভালো কাজ করতে পারবো।"
হাংঝৌ'য়ে তাঁর ফ্ল্যাটে কয়েকজন বন্ধুর সাথে আলিবাবা'র কার্যক্রম শুরু করেন তিনি।