প্রবীণ সাংবাদিক গোলাম সারওয়ার মারা গেছেন

ছবির উৎস, বিবিসি
বাংলাদেশের প্রবীণ সাংবাদিক গোলাম সারওয়ার আজ মারা গেছেন।
সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়েছে। তার বয়েস হয়েছিল ৭৫ বছর।
গোলাম সারওয়ার ঢাকার দৈনিক সমকালের সম্পাদক ছিলেন।
এর আগে তিনি দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা-সম্পাদক হিসেবে কাজ করেন।
"আমার মৃত্যু যেন বার্তা কক্ষেই হয়": বিবিসি বাংলাকে দেয়া গোলাম সারওয়ারের দীর্ঘ সাক্ষাৎকার শুনুন এখানে >
ষাটের দশকের শুরুতে দৈনিক পয়গামের মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেছিলেন গোলাম সারওয়ার।
পরে দীর্ঘ প্রায় ২৭ বছর কাজ করেছেন দৈনিক ইত্তেফাকে। তিনি দীর্ঘকাল ইত্তেফাকের বার্তা সম্পাদক ছিলেন।
তার জন্ম ১৯৪৩ সালে বরিশালের বানারীপাড়ায়। গোলাম সারওয়ার উচ্চশিক্ষা গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।









