ছবিতে গ্রীসের দাবানল: আগুনে পুড়ছে সাগর তীরের স্বর্গ

গ্রীসের দাবানলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৮০। ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি সবচেয়ে বেশি হয়েছে রাজধানী অ্যাথেন্সের ২৫ মাইল উত্তর-পূর্বের গ্রাম মাতি। পালাতে না পেরে বহু মানুষ সেখানে বাড়ির ভেতরে পুড়ে মারা গেছেন। পালানোর পথে গাড়ির ভেতরে মৃত্যু হয়েছে অনেকের।

'এ যেন কেয়ামতের ধ্বংসযজ্ঞ'

মাতি গ্রামে বহু মানুষ প্রাণ বাঁচতে সাগরের পানিতে নেমে দাঁড়িয়ে ছিলেন।

পালিয়ে প্রাণে বাঁচা কস্তাস লাগানোস বলেছেন, "পিঠে আগুনের আঁচ সহ্য না হওয়ায় পানিতে ঝাঁপ দিয়েছিলাম।"

সাগরে নেমে বাঁচতে পেরেছেন জর্জ ভোকাস। তিনি বলেন, দুজন মহিলাকে বাঁচানোর চেষ্টা করেও তিনি পারেননি। "বাইবেলে যে পৃথিবী ধ্বংস হওয়ার বর্ণনা রয়েছে, সুন্দর মাতিতে সেই ধ্বংসযজ্ঞ ঘটে গেছে"

All photographs subject to copyright.