গাছে ঝুলে বিয়ের ছবি: ভাইরাল সোশাল মিডিয়ায়

ছবির উৎস, Joshua D'hondt
বিয়ের ছবি তোলেন এরকম একজন ফটোগ্রাফার এক দম্পতির জীবনের বিশেষ দিনের কিছু মুহূর্তের ছবি তুলতে গিয়ে এরকম বেপরোয়া হয়ে উঠতে পারেন সেটা হয়তো অনেকের কল্পনারও বাইরে।
এরকম একজন ওয়েডিং ফটোগ্রাফারের নাম ভিষ্ণু হোয়াইটরাম্প। নব দম্পতির ছবি তুলতে গিয়ে তিনি তাদেরকে একটি গাছের নিচে দাঁড় করিয়ে ক্যামেরা নিয়ে সোজা উঠে যান উপরে। তারপর দুটো পা গাছের ডালে পেঁচিয়ে নিচের দিকে মাথা দিয়ে বানরের মতো ঝুলতে ঝুলতে ছবি তুলতে থাকেন।
তার উদ্দেশ্য ছিলো অসাধারণ একটি অ্যাঙ্গেলে ওই দম্পতিকে একটি ফ্রেমের ভেতরে তুলে আনা।
ছবি তোলা শেষ হয়ে গেলে তিনি তার ক্যামেরা তুলে দেন বরের হাতে। তারপর একজন দক্ষ অ্যাক্রোব্যাটের মতো লাফ দিয়ে তিনি গাছ থেকে নেমে আসেন মাটিতে।
এই পুরো ঘটনাটি একটি ভিডিওতে ধরা পড়েছে এবং সেটি পোস্ট করা হয়েছে টুইটারে। তারপর সেটি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post
একজন মজা করে মন্তব্য করেছেন এভাবে: অপরাধের সাথে লড়াই করতে গিয়ে যার স্পাইডারম্যান হওয়ার ইচ্ছে ছিলো। কিন্তু বাবা মায়ের চাপে শেষ পর্যন্ত হয়েছেন একজন ওয়েডিং ফটোগ্রাফার।
আরেকজন লিখেছেন, "ওই দম্পতি হয়তো সেলফি স্টিক ঘৃণা করেন।" "আসলে তিনি একজন স্পাইডারম্যান," লিখেছেন আরেকজন।
এই ছবির প্রতিক্রিয়ায় আরো অনেকেই ব্যতিক্রমী কিছু বিয়ের ছবি পোস্ট করেছেন।

ছবির উৎস, Mizanur Khan
গাছ থেকে তোলা ছবিটি শেষ পর্যন্ত দাঁড়িয়েছে এরকম:

ছবির উৎস, Vishnu Whiteramp
ওই অ্যাক্রোব্যাট ফটোগ্রাফার দক্ষিণ ভারতের। বিবিসিকে তিনি বলেন, ওই দম্পতি ১৫ই এপ্রিল বিয়ে করেছেন কেরালার একটি গ্রামে।
"ছবিটি যখন ভাইরাল হয়ে গেল তখন আমি খুব ভয় পেয়ে যাই। ভাবলাম লোকজন আমাকে এখন টিপ্পনি কাটবে। আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। কিন্তু ভাগ্য ভালো যে সবাই এটি খুব পছন্দ করেছে। তারা আমার এই চেষ্টাকে উল্লেখ করছে 'ডেডিকেশন' হিসেবে। আমি খুশি।"
তখন জানা গেল ছবি তোলার জন্যে তিনি যে এই প্রথম গাছে চড়েছেন তা নয়। এর আগেও তিনি বহুবার গাছে উঠেছেন সেরা শটটি তোলার জন্যে।

ছবির উৎস, Vishnu Whiteramp
এরকম আরো কিছু বিয়ের ছবি যা আলোচিত হয়েছে:

ছবির উৎস, Lyndah Wells

ছবির উৎস, Ken Pak

ছবির উৎস, Kristi Odom








