বাংলাদেশসহ নানা দেশে ম্যালেরিয়া বাড়ায় উদ্বেগ

ছবির উৎস, Science Photo Library
গত ১০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো বিশ্বে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়া লোকের সংখ্যা কমছে না।
এর ফলে উদ্বেগ দেয়া দিয়েছে যে প্রাণঘাতী এই রোগটি আবার জোরেশোরে ফিরে আসতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত দুই দশকে ম্যালেরিয়ায় সংক্রমণের হার কমে গেলেও, এখন আবার ফিরে আসতে শুরু করেছে।
এর পেছনে কি কারণ থাকতে পারে - তা ব্যাখ্যা করে বাংলাদেশে বেসরকারি সংস্থা ব্র্যাকের ম্যালেরিয়া বিভাগের পরিচালক ড. আকরামুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের ফলে ম্যালেরিয়ার জীবাণুবাহী মশার সংখ্যাবৃদ্ধি এর একটা বড় কারণ।
তিনি বলেন, বাংলাদেশে চট্টগ্রামের পার্বত্য জেলাগুলো সহ ১৩টি জেলায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব আছে।
তার কথায়, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এবং কক্সবাজারের কিছু অংশে পরিবেশগত পরিবর্তনের জন্য মশার বংশবিস্তার বৃদ্ধি পেয়েছে।
ড. ইসলাম বলেন, ২০১৪ সাল থেকে বান্দরবান ও রাঙ্গামাটিতে ম্যালেরিয়া আক্রান্তর সংখ্যা বেড়েছে। মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকাগুলোতেও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি।
বিবিসি বাংলায় আরো পড়ুন:

ছবির উৎস, Science Photo Library
গত বছরের আগের বছর অর্থাৎ ২০১৬ সালে পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকই লোকই ছিলেন ম্যালেরিয়ার ঝুঁকিতে।
উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন জায়গা, দক্ষিণ পূর্ব এশিয়া, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আফ্রিকার বিভিন্ন দেশে ম্যালেরিয়ায় আক্রান্ত লোকের সংখ্যা বেড়েছে।
অবশ্য অন্যান্য অঞ্চলে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব কমেছে বা একই রকম আছে।
ধনকুবের এবং সমাজসেবী বিল গেটস কমনওয়েলথ শীর্ষ সম্মেলন উপলক্ষে লন্ডনে আসা নেতাদের প্রতি আহবান জানাচ্ছেন যেন তারা ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আরো অর্থ দেবার অঙ্গীকার করেন।
মি. গেটস এবং অন্য দাতারা মিলে প্রায় ৪০০ কোটি ডলারের নতুন তহবিল গঠনের ঘোষণা দিচ্ছেন - যার লক্ষ্য হবে ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বিবিসিকে বলেছেন, মশারিকে আরো উন্নত এবং দীর্ঘমেয়াদে ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ আবিষ্কারে এই অর্থ খরচে করা হবে।
লন্ডনে আন্তর্জাতিক এক ম্যালেরিয়া সম্মেলনের আগে তিনি একথা বলেন।








