ম্যালেরিয়া: বেশিরভাগই পার্বত্য এলাকায়

bangladesh cht

ছবির উৎস, GOB

ছবির ক্যাপশান, ম্যালেরিয়ায় আক্রান্তদের বেশিরভাগই পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা
    • Author, শাহনাজ পারভীন
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশে আজ বুধবার পালিত হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুসারে, বাংলাদেশে ম্যালেরিয়ায় মৃতের সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমে এসেছে।

তবে সংস্থাটি বলছে, দেশটিতে এখনও প্রতিবছর ৫০ হাজারেরও বেশি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন।

আর এই আক্রান্তদের ৮০ ভাগেরও বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকার বাসিন্দা।

বাংলাদেশে ম্যালেরিয়া বিশেষজ্ঞ আব্দুল মান্নান বাঙালি বলছেন, ‘পার্বত্য চট্টগ্রাম এলাকার জলবায়ু, সেখানকার জঙ্গল এবং পাহাড়ি ভৌগলিক বৈশিষ্ট্য ম্যালেরিয়ার মশা বিস্তারের জন্য বিশেষ উপযোগী। তাই এই এলাকাতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাবও বেশি।‘

তিনি আরও বলেন, ‘পার্বত্য এলাকার পাশেই ভারতের সীমান্ত এলাকাতেও এই একই ধরনের প্রবণতা রয়েছে। সেকারণে ম্যালেরিয়ার মশার বিস্তার ঠেকানো বেশ কঠিন।‘

এছাড়াও জঙ্গল ও পাহাড়ি হওয়ার কারণে পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু এলাকা অত্যন্ত দুর্গম যেখানে ম্যালেরিয়ার বিস্তার রোধে কার্যক্রম চালানো খুব কঠিন।

ম্যালেরিয়ার জন্যে দায়ী মশা
ছবির ক্যাপশান, ম্যালেরিয়ার জন্যে দায়ী মশা

তবে সরকারি হিসেব মতে, প্রতিবছরই বাংলাদেশে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা কমে আসছে। সেই সাথে কমছে মৃতের সংখ্যাও।

পার্বত্য জেলা বান্দরবানের সিভিল সার্জন মং তেঝ বিবিসি বাংলাকে বলেন, মশা-নাশক কীটনাশক মিশ্রিত এক ধরনের মশারি ঐসব এলাকাতে বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, এই মশারীর ব্যাবহার বৃদ্ধির ফলেই মৃতের সংখ্যাও কমিয়ে আনা সম্ভব হয়েছে।