নেপালে বিমান দুর্ঘটনা: ক্যাপ্টেন আবিদের স্ত্রী আফসানা মারা গেছেন

আবিদ সুলতান ও আফসানা খানম

ছবির উৎস, আবিদ সুলতানের ফেসবুক পাতা থেকে নেয়া

ছবির ক্যাপশান, আবিদ সুলতান ও আফসানা খানম

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত হওয়া বিমানের প্রধান পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম সকালে মারা গেছেন।

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের তথ্য ডেস্কের কর্মকর্তা মো: সাইফুল্লাহ বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

আফসানা খানমের স্বামী আবিদ সুলতান নেপালে অবতরণের সময় বিমান বিধ্বস্ত হওয়ার পরদিন কাঠমান্ডুর একটি হাসপাতালে মারা যান।

আরো পড়ুন:

ভিডিওর ক্যাপশান, নেপাল বিমান দুর্ঘটনা: চলছে স্বজনদের শোকের মাতম

এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে মিস আফসানা ভেঙে পড়েন এবং গুরুতর অসুস্থ হয়ে একই হাসপাতালের ভর্তি হন। সেখানে তাকে আইসিউতে পর্যবেক্ষনে রাখা হয়েছিল।

পরে আজ সকালে তার মৃত্যুর খবর এলো।

গত ১২ই মার্চ ইউএস-বাংলার ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং একজন চীনা যাত্রী নিহত হন।

ঐ ঘটনায় আহত হন ১০ জন বাংলাদেশি, নয় জন নেপালি এবং মালদ্বীপের একজন নাগরিক।

বিমানটিতে মোট যাত্রী ছিলেন ৭১ জন।

ক্যাপ্টেন আবিদ একসময় বিমান বাহিনীর পাইলট ছিলেন।

দুর্ঘটনার পর ইউএস বাংলা এয়ারলাইন্স বলেছিলেন ক্যাপ্টেন আবিদ অত্যন্ত অভিজ্ঞ পাইলট ছিলেন এবং কাঠমান্ডু এয়ারপোর্ট টাওয়ার কন্ট্রোলের ভুল বার্তার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

তবে কাঠমান্ডু এয়ারপোর্ট কর্তৃপক্ষ বিমান বিধ্বস্তের জন্য ভুল অবতরণকে দায়ী করেছিলো।

ভিডিওর ক্যাপশান, নেপালে বিমান দুর্ঘটনা