আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
প্রায় একশ' বছর বয়েসে সাঁতারের বিশ্বরেকর্ড!
অস্ট্রেলিয়ার একজন ৯৯ বছর বয়স্ক সাঁতারু জর্জ করোনেস তার বয়সের বিভাগে ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে এক নতুন বিশ্বরেকর্ড করেছেন।
কুইন্সল্যান্ডে এক সরকারি টুর্নামেন্টে ১০০-১০৪ বছর বয়েসের ক্যাটাগরিতে জর্জ করোনেস ৫০ মিটার সাঁতরেছেন মাত্র ৫৬ দশমিক ১২ সেকেন্ডে।
এর আগের বিশ্বরেকর্ড ছিল তার সময়ের চাইতে ৩৫ সেকেন্ড বেশি। ২০১৪ সালে ব্রিটিশ সাঁতারু জন হ্যারিসন ১ মিনিট ৩১ দশমিক ১৯ সেকেন্ডের ওই রেকর্ডটি করেছিলেন ।
আরো পড়ুন:
এ বছর এপ্রিল মাসে মি করোনেসের বয়েস ১০০ পুরো হবে। বিশ্বরেকর্ড করতে পেরে তিনি দারুণ খুশি।
তিনি বলেন, তার গতি এবং টেকনিকই তার সাফল্যের কারণ।
ব্রিসবেনের মি. করোনেস ছোট বেলা থেকেই সাঁতারে আগ্রহী ছিলেন - কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় তিনি সাঁতরানো ছেড়ে দেন।
কিন্তু ৮০ বছর বয়েসে আবার তিনি সাঁতার শুরু করেন।
আন্তর্জাতিক সুইমিং ফেডারেশন এখন একে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবার জন্য পরীক্ষা নিরীক্ষা চালাবে।