আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধ ও গণহত্যায় দন্ডিত বসনিয়ান সাবেক সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচ
সাবেক য়ুগোশ্লাবিয়ার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বসনিয়ান সার্ব বাহিনীর প্রাক্তন সামরিক কমান্ডার রাতকো ম্লাদিচকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেছে।
ওই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালের পক্ষ থেকে তাকে এদিন যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
ট্রাইব্যুনাল বলেছে, ১৯৯০র দশকের গোড়ার দিকে স্রেব্রেনিৎসায় সামরিক সংঘাতের সময় হাজার হাজার বসনিয়ান মুসলিমের গণহত্যা সংঘটিত করতে চেয়েছিলেন রাতকো ম্লাদিচ।
সারায়েভোতে বোমাবর্ষণের ক্ষেত্রেও রাতকো ম্লাদিচ ব্যক্তিগতভাবে সেই বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন বলে চেম্বার প্রমাণ পেয়েছে।
এই রায় পড়া শুরু হওয়ার আগে মি ম্লাদিচকে অবশ্য আদালতকক্ষ থেকে বের করে নিয়ে যেতে হয়।
নিজের উচ্চ রক্তচাপের যুক্তি দিয়ে রাতকো ম্লাদিচ আদালতের শুনানি বন্ধ করার জন্য দাবি জানাচ্ছিলেন, কিন্তু সেই প্রতিবাদে ট্রাইব্যুনাল কান দেয়নি।
আমাদের পেজে আরও পড়ুন: