আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
জার্মানিতে হিটলারি কায়দায় স্যালুট দিয়ে গ্রেপ্তার চীনা পর্যটক
কথায় আছে যশ্মিন দেশে যদাচার। জার্মানিতে বেরাতে গিয়ে লোকে সে দেশের রীতি, ঐতিহ্য কিংবা দেশটির সবচেয়ে বিখ্যাত ব্যক্তিটিকে স্মরণ করবেন এই তো স্বাভাবিক।
আর তাকে লোকে মন্দ চোখে দেখে বলেও শোনা যায়নি। কিন্তু এবার, তেমনটা করে দুইজন চীনা পর্যটক গ্রেপ্তার হয়েছেন জার্মানিতে। সঙ্গে গুনেছেন জরিমানা।
জার্মান পুলিশ বলছে, হিটলারি কায়দায় স্যালুট দেয়ার ভঙ্গিমায় ছবি তুলবার অভিযোগে তারা দুজন চীনা পর্যটককে গ্রেপ্তার করেছে।
বার্লিনের রাইখস্টাগে পার্লামেন্ট ভবন পেছনে রেখে ঐ পর্যটক দুইজন নাৎসি আমলে হিটলারের ভঙ্গি নকল করে মোবাইলে পরস্পরের ছবি তুলছিলেন।
আরো পড়ুন:উত্তর কোরিয়ার ওপর নতুন অবরোধ জাতিসংঘের
মধ্যবয়সী পুরুষ দুইজনের ভঙ্গিমা বা অঙ্গভঙ্গি দেখে কর্তৃপক্ষের মনে হয়েছে, তারা জার্মানিতে নিষিদ্ধ একটি সংগঠনের প্রতীক ধারণ করেছেন।
আর সেজন্য ঐ দুই ব্যক্তির বিরুদ্ধে জার্মানিতে ফৌজদারি মামলার কার্যক্রম শুরু হয়েছে।
তবে, আপাতত তাদেরকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।
কিন্তু সেজন্য একেকজনকে প্রায় ছয়শো ডলার করে গুনতে হয়েছে জরিমানা।
জার্মানিতে হিটলার এবং নাৎসিদের নিয়ে ঘৃণাসূচক বক্তব্য কিংবা প্রতীক প্রদর্শন সংক্রান্ত কঠোর আইন রয়েছে।