আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পত্রিকা-টিভির মালিকরাও এখন ৫৭ ধারা বাতিল চাইছেন
- Author, কাদির কল্লোল
- Role, বিবিসি বাংলা, ঢাকা
বাংলাদেশে সাংবাদিকদের পর এখন সংবাদপত্র এবং টিভি মালিকরাও তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারা বাতিলের দাবি করেছেন।
সংবাদপত্র মালিকদের সমিতি নোয়াব এবং টিভি মালিকদের সমিতি অ্যাডকো এক যৌথ বৈঠকে একমত হয় ৫৭ ধারার অপ্রপ্রয়োগ হচ্ছে এবং সাংবাদিকদের মত প্রকাশে বাধা হয়ে দাড়িয়েছে।
এই ধারা বাতিলের দাবি নিয়ে এই দুই সমিতি সরকারের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে।
নোয়াবের সভাপতি এবং দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলছেন , 'এবছর প্রথম ছয় মাসে এরকম মামলা হয়েছে ৩৯১টি। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে ছয় মাসে ১৯টি । সংবাদ মাধ্যমে এখন একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।'
তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এখন পর্যন্ত ২০ জনের মত সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত রাতেও খুলনা জেলায় ডুমুরিয়ায় অনলাইনে এক প্রতিমন্ত্রীর সম্মানহানীর অভিযোগে একজন সাংবাদিককে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে গেছে।
বিবিসি বাংলায় আরো পড়ুন