পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে তৈরি হচ্ছেন শাহবাজ শরিফ

ছবির উৎস, Reuters
পাকিস্তানে ক্ষমতাসীন মুসলিম লিগ (এন) শাহিদ খাকান আব্বাসীকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, তিনি একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাত্র - আসলে কিছু দিনের মধ্যেই তার জায়গা নিতে যাচ্ছেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।
মনে করা হচ্ছে সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী মি. আব্বাসী মাত্র কয়েক মাস প্রধানমন্ত্রী পদে থাকবেন - যতদিন না নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ প্রধানমন্ত্রীর পদ গ্রহণের জন্য তৈরি হন।
এর আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট দুর্নীতির অভিযোগে পূর্বতন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সরকারি পদে থাকার অযোগ্য ঘোষণা করলে শুক্রবার তিনি পদত্যাগ করেন।
তার ভাই শাহবাজ শরিফ এখন পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী । তাকে প্রধানমন্ত্রী হতে গেলে ওই পদটি ছাড়তে হবে এবং তার পর কোন একটি উপনির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টের সদস্য হতে হবে। এ জন্য অন্তত ৪৫ দিন লাগবে।
বিবিসি বাংলায় আরো পড়ুন:

ছবির উৎস, Getty Images
পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা 'ডন' বলছে, ৬৫ বছর বয়স্ক শাহবাজ শরিফই যে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এতে প্রায় কোনই সন্দেহ নেই।
মনে করা হচ্ছে, তার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেয়া এবং উপনির্বাচনে জিতে আসা - এজন্য অন্তত ৪৫ দিন সময় লাগবে।
বিশ্লেষকরা বলছেন - মি. আব্বাসী আসলে একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাত্র। কয়েকমাসের মধ্যেই শাহবাজ শরিফ পাঞ্জাবের গভর্নরের পদ ছেড়ে দিয়ে এবং উপনির্বাচনের মোধ্যমে পার্লামেন্ট সদস্য হয়ে প্রধানমন্ত্রী হবার আইনী পূর্বশর্ত পূরণ করবেন।

ছবির উৎস, Getty Images
এর আগে ২০১৫ সালে পানামা পেপার্স কেলেঙ্কারিতে নওয়াজ শরিফের পরিবারের সদস্যদের বৈদেশিক সম্পদের তথ্য ফাঁস হয়।
এক তদন্তের পর আদালতের সর্বসম্মত রুলিংএ বলা হয়, মি. শরিফ দুবাইভিত্তিক একটি কোম্পানি থেকে তার আয়ের কথা গোপন করে অসাধুতার পরিচয় দিয়েছেন।
এর পর মি. শরীফ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।








