হঠাৎ নৌকায় উঠে জেলেকে জাপটে ধরলো হাঙ্গর

এই হাঙ্গরটি উঠে পড়েছিল টেরি সেলউডের নৌকায়

ছবির উৎস, গেটি ইমেজেস

ছবির ক্যাপশান, এই হাঙ্গরটি উঠে পড়েছিল টেরি সেলউডের নৌকায়

২০০ কেজি ওজনের হাঙ্গর যদি হঠাৎ উঠে পড়ে কোন জেলে নৌকায়, ভাবুন কি অবস্থা হতে পারে সেই জেলের?

প্রায় নয় ফুট মত লম্বায় হাঙ্গরটিকে দেখাচ্ছিল পাঁচ মিটার অর্থাৎ প্রায় সাড়ে ১৬ ফুট লম্বা।

আর নৌকায় উঠে পড়েই সে শুরু করে তীব্র ঝাঁকুনি, যা জেলে টেরি সেলউডের কাছে নাচের মত মনে হচ্ছিল।

হতবিহবল মি. সেলউড এতটাই অবাক হয়ে যান এই ঘটনায়, যে তাড়াতাড়ি পালাতেও ভুলে গিয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ইভান্স হেড

ছবির উৎস, বিবিসি

ছবির ক্যাপশান, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ইভান্স হেড নামক জায়গায় ঘটেছিল ঘটনাটি

শেষে হাঙ্গর তার একটি হাত কামড়ে ধরার পরই তিনি সম্বিৎ ফিরে পান।

এরপর রেডিওতে সাহায্য চেয়ে পাঠান। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ইভান্স হেড নামক জায়গায়।

উদ্ধারকারীরা যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছান, ততক্ষণে মি. সেলউডের ব্যাপক রক্তক্ষরণ হয়েছে।

ইভান্স হেডের মেরিন রেসকিউ টিমের উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা বলছিলেন, নৌকাটির দৈর্ঘ্য পাঁচ মিটার।

ফলে অতবড় হাঙ্গরটি উঠে পড়ার পর খুব বেশি জায়গাও ছিল না নৌকায়।

সে কারণে হাঙ্গরটি কামড়ে দেয়া ছাড়াও নিজের পাখনা দিয়ে কয়েক দফা আঘাত করে মি. সেলউডকে।

সেই সঙ্গে বিস্ময়জনিত কারণেও তিনি চলৎশক্তি প্রায় হারিয়ে ফেলেছিলেন বলে জানান উদ্ধারকারীরা।