ওমরাহ পালনের জন্য বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার এখন মক্কায়

পল পগবা

ছবির উৎস, INSTAGRAM/PAUL POGBA

ছবির ক্যাপশান, ওমরাহ পালনের সময় পল পগবা

বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার পল পগবা ওমরাহ পালনের সৌদি আরবের মক্কায় গিয়েছেন। মুসলমানদের জন্য পবিত্র রমজান মাসের শুরুতে মি: পগবা মক্কায় যান।

গত রবিবার ফরাসী এ ফুটবলার মক্কা থেকে তার একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন।

সেখানে তিনি লিখেছেন, "আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিস।"

রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি টুইটারে একটি বার্তাও দিয়েছেন।

২৪ বছর বয়সী এ ফুটবলারকে গত গ্রীষ্ম মৌসুমে ১১৪মিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়েছে ব্রিটেনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

গত বুধবার সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপা লিগ কাপ জয় করে ম্যানচেস্টার ইউনাইটেড।

পল পগবা

ছবির উৎস, PA

ছবির ক্যাপশান, পল পগবা

সে ম্যাচের পর মি: পগবা তার সুটকেস একটি ছবি শেয়ার করে বলেন, ওমরাহ পালনের জন্য তিনি সৌদি আরব যাচ্ছেন।

মি: পগবা এর আগেও একবার হজ করেছিলেন।

আরো পড়ুন