আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ঝিনাইদহে 'জঙ্গি আস্তানায়' অভিযানে ২ জন নিহত
বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুরে এক জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে আত্মঘাতী বোমায় দুজন জঙ্গি নিহত হয়েছে বলে জানাচ্ছে পুলিশ।
রাত সাড়ে তিনটা থেকে একটি বাড়ি ঘিরে এই অভিযান শুরু হয় বলে জানাচ্ছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবির।
তিনি বলেন, বাড়িটির ভেতরে তারা ঢুকতে চেষ্টা করলে ভেতরে অবস্থানরত 'জঙ্গিরা' তাদের বাঁধা দেয়।
"আমাকে একজন জাপটে ধরলে তাকে ধাক্কা দিয়ে আমি সরে যাই, এরপর একটি বিস্ফোরন ঘটে" বলেন মি. কবির।
আত্মঘাতী ঐ বিস্ফোরনেই দুজন মারা যায় বলে জানান তিনি।
তিনি বলেন, ভবনটির ভেতর থেকে বোমা হামলা এবং গুলি করা হচ্ছে।
পুলিশের একজন সদস্য গুলিবিদ্ধ এবং আরো কয়েকজন আহত হয়েছে বলে তিনি জানান।
পুলিশ বলছে, ঢাকা থেকে সোয়াট দল ঘটনাস্থলে যাচ্ছে। সোয়াট দল পৌঁছালে ভেতরে অভিযান চালানো হবে।
কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল সেখানে উপস্থিত রয়েছে।
পুলিশ বলছে, সন্দেহভাজন জঙ্গিরা সেখানকার স্থানীয় বাসিন্দা নয়, তারা সেখানে বাড়িটি ভাড়া করে থাকছিল।