আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
খালেদার প্রেসসচিব মারুফ কামালের স্ত্রীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু, মামলা
ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রেস-সচিব মারুফ কামাল খানের স্ত্রী তানিয়া খান।
পুলিশের সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রেস-সচিব মারুফ কামাল খানের স্ত্রী তানিয়া খানকে গত ১২ এপ্রিল অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এরপর ১৪ই এপ্রিল তিনি মারা যান এবং সেদিনই মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।
এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে রাজধানীর আদাবর থানায়। পুলিশ একে 'আত্মহত্যা' বলে সন্দেহ করছে।
২০১৬ সালের জুন মাসে মিসেস খান তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন।
তখন মি. খান তার স্ত্রীকে 'মানসিক রোগী' বলে দাবি করেছিলেন।