অপু-শাকিব উপাখ্যান নিয়ে বুবলির বক্তব্য

ছবির উৎস, শবনম বুবলি ফেসবুক
বাংলাদেশে এই মূহুর্তের আলোচিত ঘটনা শাকিব খান ও অপু বিশ্বাসের দীর্ঘদিন ধরে গোপন রাখা বিয়ে এবং সন্তান। বিষয়টি নিয়ে এবার মন্তব্য করলেন, এই ঘটনায় আলোচিত আরেক নায়িকা শবনম বুবলি।
সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টে বুবলি অনেকগুলো প্রশ্ন তুলেছেন। তাতে অপু বিশ্বাসের বিভিন্ন অভিযোগ ও দাবীর সত্যতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
তিনি জানতে চেয়েছেন, অপু বিশ্বাস এত দিন কেন স্ত্রীর মর্যাদা চাননি?
তিনি অভিযোগ করেছেন, অপু বিশ্বাস তার বাইরে শাকিব খানের সঙ্গে অন্য কোন জুটি প্রতিষ্ঠিত হোক, তা চাননি বলেই স্ত্রী ও সন্তানের মা হিসেবে নিজের মর্যাদা এতদিন চাননি।
এখন নতুন আরেকটি চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে বুবলি অভিনয় করতে যাচ্ছে শুনেই অপু এই কাজ করেছেন বলে মন্তব্য করেছেন এই নায়িকা।

ছবির উৎস, বিবিসি
তবে, অপু বিশ্বাস বুবলির সঙ্গে শাকিব খানের অন্তরঙ্গতা নিয়ে গতকাল যে ইঙ্গিত দিয়েছেন, সে বিষয়ে সরাসরি কোন মন্তব্য করেননি বুবলি।
বুবলি লিখেছেন শাকিব খানের সঙ্গে তার সহকর্মী হিসেবে ভালো বোঝাপড়া রয়েছে এবং থাকবে।
সোমবার একটি বেসরকারি টিভিতে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে বিয়ে ও সন্তানের খবর জনসমক্ষে প্রকাশ করেন অপু বিশ্বাস।
তিনি জানান, ২০০৮ সালে তাদের বিয়ে হয়। কিন্তু শাকিবের ক্যারিয়ারের কথা বিবেচনা ঐ বিয়ের খবরটি সে সময় গোপন রাখা হয়।
গোপন বিয়ে ও সন্তানের বিষয়টি জনসমক্ষে আনার পেছনে অপু বিশ্বাস ঢালিউডের উঠতি নায়িকা বুবলির সঙ্গে শাকিব খানের অন্তরঙ্গতাকে তুলে ধরেছিলেন।








