শাকিব খান আমার সন্তানের বাবা: অপু বিশ্বাস

টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস

ছবির উৎস, বিবিসি

ছবির ক্যাপশান, টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস

বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বলেছেন, বর্তমান কালের জনপ্রিয় নায়ক শাকিব খানের সাথে তার বিয়ে হয়েছে এবং তাদের একটি ছেলেও আছে। ছেলের নাম আব্রাহাম খান জয়।

সোমবার একটি টিভি চ্যানেল নিউজ ২৪-এ এক সাক্ষাৎকারে বিয়ে ও সন্তানের খবর জনসমক্ষে প্রকাশ করার সময় অপু বিশ্বাসকে কাঁদতে দেখা যায়।

অপু বিশ্বাস জানান, শাকিবকে বিয়ে করে তিনি নিজের নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান। ২০০৮ সালের ১৮ই এপ্রিল তাঁদের বিয়ে হয়।

কিন্তু শাকিবের কেরিয়ারের কথা বিবেচনা ঐ বিয়ের খবরটি সে সময় গোপন রাখা হয়। এবং তিনি চলচ্চিত্র থেকে সরে আসেন।

প্রায় নয় বছর পর এই সম্পর্কের কথা প্রকাশ করার সময় অপু বিশ্বাস বলেন, তিনি শাকিবের ভালো চিন্তা করে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন।

"আমি আট বছর চুপ ছিলাম। কারণ আমি তখন একা ছিলাম। কিন্তু এখন আমার সাথে ও (সন্তান।)," তিনি বলেন, " অনেক কষ্ট সহ্য করেছি … অনেক অপমানিত, লাঞ্ছিত। টর্চার অনেক হয়েছে।"

ধৈর্য ধরতে ধরতে শেষ সীমানায় পৌঁছে গেছেন বলেই তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন বলে জানান।

এতদিন পর এই গোপন বিয়ে ও সন্তানের বিষয়টি জনসমক্ষে আনার পেছনে অপু বিশ্বাস ঢালিউডের একজন উঠতি নায়িকা বুবলির সঙ্গে শাকিব খানের অন্তরঙ্গতাকে তুলে ধরেন।

এ ব্যাপারে শাকিব খানের কোন বক্তব্য জানা যায়নি।

আরো দেখুন: