আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, ‘সংকেত যে কী তা আমি ঠিক বুঝতে পারছি না’- ভারতের কূটনীতিকদের পরিবার সরানো বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের কূটনীতিকরা চাইলে তাদের পরিবারকে সরাতেই পারেন, কিন্তু নিরাপত্তা নিয়ে বাংলাদেশে "কোনো শঙ্কা নেই” বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এদিকে, বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. যশোর কারাগার থেকে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

    স্ত্রী-সন্তানের মৃত্যুর চার দিন পর যশোর কারাগার থেকে মুক্তি পেয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম।

    বুধবার জামিনের আদেশ আসার পরে বেলা দুইটার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

    বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিনিয়র জেল সুপারের পদে থাকা মো. আসিফ উদ্দীন।

    গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ তার ছয় মাসের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

    জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী-সন্তানের মৃত্যু চলতি সপ্তাহে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলো। কারণ প্যারোলে মুক্তি না পাওয়ায় জুয়েল হাসান সাদ্দামের মৃত স্ত্রী ও সন্তানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়। সেখানে মাত্র পাঁচ মিনিটের জন্য তাকে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।

    তার সন্তানের বয়স ছিল মাত্র নয় মাস এবং সন্তান জন্মের পর ওইবারই সর্প্রবথম সন্তানের মুখ দেখেন তিনি।

    আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিনের মধ্যেই গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল হাসান সাদ্দাম।

  2. ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর ‘কোনো কারণ খুঁজে পাই না’: পররাষ্ট্র উপদেষ্টা

    ভারতের কূটনীতিকরা চাইলে তাদের পরিবারকে সরাতেই পারেন, কিন্তু নিরাপত্তা নিয়ে বাংলাদেশে "কোনো শঙ্কা নেই। তবে সংকেত যে কী, তা আমি ঠিক বুঝতে পারছি না," বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    আজ বুধবার বিকেলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।

    এ বিষয়ে তিনি আরও যোগ করেন, "এটা একেবারেই তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন যে কোনো সময়। কিন্তু কেন বলেছেন, আমি তার কোনো কারণ খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তারা, তাদের পরিবার-পরিজন অনেক বিপদে আছে। তেমন কোনো ঘটনা তো এখন পর্যন্ত বাংলাদেশে ঘটেনি।"

    "তাদের মনে আশঙ্কা হয়তো আছে, অথবা তারা কোনো মেসেজ (বার্তা) দিতে এটা করছেন। তবে আমি আসলে সঠিক কোনো মেসেজ (কারণ) খুঁজে পাচ্ছি না। তারা যদি পরিবার-পরিজন ফেরত নিতে চান, আমাদের তো কিছু করার নেই। নিতেই পারেন। কিন্তু আমরা মনে করি, এখন পর্যন্ত নিরাপত্তা বিঘ্ন ঘটেনি দেশে।"

    এসময় তিনি অতীতের নির্বাচনকালীন পরিস্থিতির সাথে বর্তমান সময়ের তুলনা টেনে বলেন, "অতীতের নির্বাচনকালীন সময়ের তুলনায় এখন সংঘর্ষ বেশি হচ্ছে, আমার তো সেটা মনে হচ্ছে না। আমার তো মনে হয় না যে এমন কোনো নিরাপত্তা-পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সে জন্য এ পদক্ষেপ নিতে হবে।"

    নিরাপত্তা নিয়ে ঢাকায় ভারতীয় দূতাবাস আগাম উদ্বেগ জানিয়েছিল কি না জানতে চাইলে তিনি 'না' সূচক জবাব দেন।

  3. '১১ দলের পক্ষে জনজোয়ার তৈরি হওয়ায় তারা ভয় পাচ্ছে' – বিএনপিকে ইঙ্গিত নাহিদ ইসলামের

    "আমরা আশঙ্কা করছি, যে দলের পক্ষ থেকে এগুলো (আক্রমণ) করা হচ্ছে, সামনে তারা এটি আরও বাড়াবে। কারণ জনগণের ওপর তাদের ভরসা কম। যেহেতু ১১ দলের পক্ষে জনজোয়ার তৈরি হয়েছে, সেই জনজোয়ারকে, তাদের প্রতিদন্দ্বীকে তারা ভয় পাচ্ছে। ফলে তারা বলপ্রয়োগের মাধ্যমে নির্বাচনে বাধা সৃষ্টির চেষ্টা করছে"।

    আজ বুধবার বিকেলে ঢাকার বাড্ডায় নির্বাচনী প্রচার শেষে বিএনপিকে উদ্দেশ করে সাংবাদিকদের এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    গতকাল হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর যে ডিম নিক্ষেপের, যেটিকে এনসিপি দাবি করছে হামলা বলে, সেটিকে ইঙ্গিত করে তিনি বলেন, ওই ঘটনায় নির্বাচনি পরিবেশ বিঘ্নিত হয়েছে।

    তিনি দাবি করেন, নির্বাচনী প্রচার-প্রচারণায় দেশব্যাপী ১১-দলীয় জোটের নারী কর্মীদেরও আক্রমণ করা হচ্ছে।

    "আর এ ধরনের আক্রমণের ঘটনায় যখন প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না, তখন এটিকে আমরা আর লেভেল প্লেয়িং ফিল্ড বলতে পারি না," অভিযোগ করেন এনসিপির এই নেতা। তিনি আরও বলেন, এখন এক ধরনের পেশিশক্তি দিয়ে আধিপত্য বিস্তারের এবং সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে।

    "আমরা নির্বাচন কমিশনে রিপোর্ট করছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা তাদের বলে আসছি যে এটা চললে একপাক্ষিক নির্বাচন হবে। এখনই না থামানো গেলে নির্বাচনের উপযুক্ত পরিবেশ আর থাকবে না"।

  4. একটি দল 'দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন' এই পুরোনো বয়ান প্রচারের দায়িত্ব নিয়েছে: মাহদী আমিন

    "একটি নির্দিষ্ট দলের শীর্ষ পর্যায়ের নেতারা নতুন করে পতিত ফ্যাসিবাদের মতন করে পুরোনো মিথ্যা ও প্রতারণামূলক 'দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন' বয়ান প্রচারের দায়িত্ব গ্রহণ করেছে" বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

    আজ বুধবার বিকেলে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    তিনি কোনো দলের নাম উল্লেখ না করলেও এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত রয়েছে। কারণ জামায়াতের বিভিন্ন নেতা এর আগে বিএনপি'র প্রতি দুর্নীতি, চাঁদাবাজি কিংবা দখল-বাণিজ্যের অভিযোগ তুলেছেন।

    এদিকে, মাহদী আমিন তার বক্তব্যে দাবি করেছেন, "এটি জাতীয়ভাবে প্রমাণিত যে বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে। ২০০১ সালের অক্টোবরে বিএনপি যখন সরকার গঠন করে, তখন একটি আন্তর্জাতিক সূচকে দুর্নীতিতে বাংলাদেশের স্কোর ছিল শূন্য দশমিক চার, যা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগের দুর্নীতির প্রতিফলন।"

    "পরবর্তী সময়ে বিএনপি'র দুর্নীতির প্রতি জিরো টলারেন্স পলিসি ও সুশাসনের ফলে ধারাবাহিকভাবে এবং ক্রমশ সেটি উন্নতির দিকে যেতে থাকে। সর্বশেষ বিএনপি ২০০৬ সালে রাষ্ট্র পরিচালনা থেকে চলে যাওয়ার সময় সে স্কোর দুই-এ উন্নীত হয়," যোগ করেন তিনি আরও বলেন, ওই সময়ে "দলটি নিজেই বিএনপি সরকারের অংশ ছিল।"

    "সরকারের থাকা অবস্থায় তখন এ বিষয়ে তাদের কোনো মন্তব্য শোনা যায়নি। কিন্তু বর্তমানে তারা নির্বাচনি মাঠে এসে সেই ফ্যাসিবাদী প্রোপাগান্ডার ধারাবাহিকতা ধরে রেখেছে। এটি রাজনৈতিক দ্বিচারিতা।"

  5. ‘১৭ বছর ধরে লন্ডনে ছিলেন, আগে বাসের ভেতর থেকে নামুন’ – বিএনপিকে ইঙ্গিত করে আসিফ মাহমুদ

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া সরাসরি নাম উল্লেখ না করলেও বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, "তারা নাকি কোন গ্রামে কয়টা পুকুর আছে, এটাও জানে। অথচ কুমিল্লায় ২০০০ সাল থেকে ইপিজেড আছে, সেটা তিনি জানেন না।"

    "তাদের প্রতি আহ্বান, আপনারা ১৭ বছর ধরে লন্ডনে ছিলেন, আগে বাসের ভেতর থেকে নামুন। বাংলাদেশের অলি-গলি, রাস্তা-ঘাটে একটু হেঁটে দেখেন। বাংলাদেশকে আগে চিনেন। তারপরে আমরা আপনাদের ভরসা করতে পারবো যে আপনারা বাংলাদেশের জন্য কিছু করতে পারবেন কি পারবেন না," তিনি যোগ করেন।

    আজ বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেছেন, "আমরা প্রত্যন্ত অঞ্চলের অলিগলি থেকে উঠে আসা নেতৃত্ব। আমরা মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের দরজায় দরজায় গিয়ে ম্যান্ডেট চাওয়া নেতৃত্ব। আমরা জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষের অংশগ্রহণে শেখ হাসিনার মতো শক্তিশালী ফ্যাসিবাদকে বিতাড়িত করা নেতৃত্ব।"

    "আমরা তাদের বিভিন্ন ফ্যান্টাসি টক (কথাবার্তা) দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাই না। আমরা মাটি থেকে উঠে এসেছি, আমরা জানি, মাটির মানুষের কী কী সমস্যা আছে এবং সেগুলোর বাস্তববাদী সমাধান কী কী।"

  6. ইসলামী আন্দোলনের প্রার্থীর মেয়ের ওপর জামায়াতের কর্মীদের হামলার অভিযোগ

    ভোলা-৪ (মনপুরা ও চরফ্যাশন) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী একেএম কামাল হোসেনের মেয়ে মারিয়া কামালের ওপরে দাঁড়িপাল্লার বা জামায়াতের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন।

    আজ বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

    বিজ্ঞপ্তিতে মাহবুবুর রহমানের বরাত দিয়ে ঘটনা সম্বন্ধে বলা হয়েছে, আজ সকালে মারিয়া কামালের নেতৃত্বে একটি নারী দল নির্বাচনি প্রচারণা (দাওয়াতি কাজ) করছিলেন। তখন জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার পক্ষ হয়ে দুইজন তাদের বাধা দেয় এবং এক পর্যায়ে মারিয়া কামালকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

    বিষয়টি বড় আকার ধারণ করার আগেই মারিয়া কামাল পরিস্থিতি সামলে নিয়ে স্থান ত্যাগ করেন উল্লেখ করে দলটির তরফ থেকে আরও বলা হয়েছে, "ইসলাম নামধারী একটি সংগঠনের পক্ষ থেকে এই ধরনের আচরণ আমাদের বিস্মিত ও ক্ষুদ্ধ করেছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করুন।"

    জামায়াতের উদ্দেশে বলা হয়, "আপনাদের কর্মীরা একজন নারীর গায়ে হাত তোলার সাহস ও শিক্ষা কোথা থেকে পায়? এই ধরনের উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অন্যথায় সৃষ্ট পরিস্থিতির জন্য আপনারাই দায়ী থাকবেন।"

  7. যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের দেশের দায়িত্ব দিতে পারি? – প্রশ্ন মির্জা ফখরুলের

    "এই দলটা ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলো।। এই দলটা সেই দল, যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে নাই। যারা আমার দেশেই বিশ্বাস করে না, স্বাধীনতায়ই বিশ্বাস করে না, তার কাছে কি আমি দেশের দায়িত্বটা দিতে পারি? এই কথাগুলো মাথায় রাখবেন," বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে এ কথা বলেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

    তিনি আজ বুধবার ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের উদ্দেশে এ কথা বলেন।

    তিনি সবাইকে "দেখে-শুনে-বুঝে ভোট দেওয়ার" আহ্বান জানিয়েছেন।

    তাকে আরও বলতে শোনা যায়, "কোনো একটি মার্কায় ভোট দিলে কি বেহেশতে যাওয়া যায়? শুধু দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বেহেশতে যাওয়া গেলে সবাই-ই তা-ই যাইতো, নামাজ-রোজার দরকার ছিল না।"

  8. শীত নিয়ে পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অফিস

    ক্যালেন্ডারের পাতায় এখনো শীতকাল দেখালেও ঢাকার বাতাসে শীতের আমেজ খুব একটা নেই। শীত যে আর ফিরবে সেরকম কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না আবহাওয়া বিভাগের পূর্বাভাসে।

    আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দুই-তিন দিনদিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

    বরং আগামী পাঁচ দিনে তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাসে বলা হয়েছে।

    কিছু জায়গায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

    আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দু'এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

    এছাড়া দেশের বিভিন্ন এলাকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

  9. ফের বেড়েছে স্বর্ণের দাম, ভরিপ্রতি প্রায় দুই লাখ ৭০ হাজার

    দেশের বাজারে হলমার্ককৃত ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ভরিপ্রতি দুই লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই লাখ সাড়ে ৫৭ হাজার টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রায় দুই লাখ ২১ হাজার টাকা। আর সনাতন স্বর্ণের দাম এখন ভরিপ্রতি প্রায় এক লাখ ৮২ হাজার টাকা।

    আজ বুধবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি'র (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সারা দেশে স্বর্ণের এ নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

    এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

    এখন ২২ ক্যারেট রুপার দাম ভরি প্রতি সাত হাজার ৭৫৬ টাকা। ২১ ক্যারেট রুপার দাম সাত হাজার ৪০৬ টাকা ও ১৮ ক্যারেটের রূপার দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৩৫৬ টাকা।

    সনাতন পদ্ধতির রুপার দামও বাড়িয়ে পাঁচ হাজার ১৪৩ টাকা করা হয়েছে।

    বাজুজের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এই বিক্রয় মূল্য বহাল থাকবে এবং সোনা-রূপা বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে হবে।

    স্বর্ণ নিয়ে আরও পড়তে পারেন:

  10. ভোটের দিন মার্কিন দূতাবাস থেকে চার বিভাগে যাবে 'ইন্ডিপেন্ডেন্ট' প্রতিনিধি দল

    নির্বাচনের দিন মার্কিন দূতাবাস থেকে একটি 'ইন্ডিপেন্ডেন্ট' (স্বাধীন) প্রতিনিধি দল ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় নির্বাচন পর্যবেক্ষণে যাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

    আজ বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না।

    ব্রেন্ট ক্রিস্টেনসেনের বক্তব্যের পর ইসি সিনিয়র সচিব ওই ব্রিফিংয়েই ওইসব তথ্য জানান এবং আরও বলেন যে মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও যাতায়াতের ব্যবস্থা নিয়ে জানতে চেয়েছেন।

    আখতার আহমেদের বক্তব্য অনুযায়ী, মার্কিন দূতাবাস থেকে যে স্বাধীন প্রতিনিধি দল আসবেন, তারা "আমাদের ফরমাল অবজার্ভার না, এমনিতে ভোটের অবস্থা দেখতে যাবেন। উনারা উনাদের সেনেটে একটা রিপোর্ট করবেন।"

    এখন তারা "কী করবেন, কীভাবে অবজার্ভ করবেন, এ ব্যাপারে আমরা কিছু বলি নাই, আমাদের এখতিয়ারও নাই। তবে উনারা ক’জন যাবেন, সেই লিস্ট আমাদের দেবেন। আমরা তখন ফ্যাসিলিটেট (সহায়তা) করবো।"

  11. বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না: মার্কিন রাষ্ট্রদূত

    যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না এবং নির্বাচনের ফলাফল নির্ধারণের অধিকার শুধু বাংলাদেশের জনগণের।

    আজ বুধবার দুপু্রে ঢাকার আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

    বাংলাদেশের আসন্ন নির্বাচনের ফলাফল দেখার জন্য অপেক্ষায় আছেন উল্লেখ করে তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশের মানুষ যাদের নির্বাচিত করবে, তাদের সঙ্গেই কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।

    এসময় তিনি সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে তার সাক্ষাতের কথা বলেন।

    প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তিনি বলেছেন, "তিনি আমাকে বলেছিলেন, তিনি আশা করেন নির্বাচনের দিনটি উৎসবমুখর হবে। আমিও তেমনটি আশা করি। আমি আশা করি, নির্বাচনের দিনটি উৎসবমুখর হবে।"

    ব্রেন্ট ক্রিস্টেনসেন আরও বলেছেন, সিইসি তাকে যেসব তথ্য জানিয়েছেন, তাতে তিনি খুবই সন্তুষ্ট।

    কথা বলার সময় তিনি সাংবাদিকদের পক্ষ থেকে কোনো প্রশ্ন নেননি।

  12. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে